বাঙ্গালী
Friday 29th of March 2024
0
نفر 0

তুরস্ক থেকে পাচার হচ্ছে সিরিয় শিশুদের অঙ্গ (ভিডিও)

সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলোতে সক্রিয় সিরিয় ইউজাররা সাম্প্রতিককালে একটি ভিডিও প্রচার করেছেন। বলা হচ্ছে যে, ভিডিওটি তুরস্কে ধারণ করা হয়েছে; যখন মানব অঙ্গ পাচারকারী চক্রের সদস্যরা সিরিয় ঐ শিশুর শরীর থেকে অঙ্গ বের করার প্রস্তুতি নিচ্ছিল।
<video crossorigin="" poster="http://www.abna.co/cache/image/2017/05/16/4fc59fbefebcd5f6db399d2dbfd7254e.jpg" width="300" height="150"> </video></div>

% buffered00:00Current time00:55

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ায় ঘটমান বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিরবতার মাঝে তুরস্কে সক্রিয় মানব অঙ্গ পাচারকারী চক্রের কবলে নির্মমতার শিকার হচ্ছে সিরিয়ার নিস্পাপ শিশুরা।

সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলোতে সক্রিয় সিরিয় ইউজাররা সাম্প্রতিককালে একটি ভিডিও প্রচার করেছেন। বলা হচ্ছে যে, ভিডিওটি তুরস্কে ধারণ করা হয়েছে; যখন মানব অঙ্গ পাচারকারী চক্রের সদস্যরা সিরিয় ঐ শিশুর শরীর থেকে অঙ্গ বের করার প্রস্তুতি নিচ্ছিল।

ভিডিওটিতে দেখা গেছে, সিরিয় ঐ শিশুটির শরীর থেকে অঙ্গ বের করার লক্ষ্যে তাকে প্রস্তুত করা হচ্ছে এবং শিশুটি উচ্চস্বরে কান্নাকাটি করছে।

ইতিপূর্বে তুরস্কের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তুরস্ক মিথ্যা বলে দাবী করলেও, বিশ্লেষকরা মনে করেন নিঃসন্দেহে তুরস্ক, সন্ত্রাসী ও সশস্ত্র দলগুলোকে সমর্থনের মাধ্যমে সিরিয়ার জনগণের অঙ্গ পাচার, সিরিয়ার সম্পদ ও পূরাতত্ত্ব পাচার, এমনকি এদেশের জনগণকে হত্যা এবং উল্লেখিত শিশুসহ হাজার হাজার সিরিয় শিশু অপহরণের মত অপরাধের সাথে জড়িত।

স্মার্ট নিউজ ওয়েব সাইট ভিডিওটি প্রকাশের পর সিরিয় শিশুদের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের বিষয়ে তুরস্কের দিকে আঙুল তুলে উল্লেখ করেছে যে, শিশুটি এবং তার পরিবারের সাথে সাক্ষাত করবে তারা।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

সিরিয়ায় দায়েশ অবস্থানে ...
কুরআন ও হাদীসের আলোকে হিংসা ও লোভ
সৌদি নেতারা হতভম্ব হবে: ...
ইরানের সিস্তান-বালুচিস্তান থেকে ...
অপহৃত স্কুলছাত্রীদের ফিরে ...
শিমারের বাধায় যুদ্ধ ঠেকানোর ...
শিকাগোতে গুলিতে নিহত ৭
অর্থ সঙ্কটে পড়তে যাচ্ছে ...
চট্টগ্রামে ইরান বিপ্লবের ৩৮তম ...
সংশয়, সমন্বয়হীনতা আর স্ববিরোধের ...

 
user comment