বাঙ্গালী
Thursday 26th of December 2024
3
نفر 0

শিয়া আধ্যাত্মিক গবেষণা কেন্দ্র ১৩৭৭ শা. কা. নিজের কাজকে হযরত উস্তাদ হুসাইন আনসারিয়ানের তত্ত্বাবাধানে শুরু করেছে। এই দীনি পতিস্থান সাংস্কৃতি  মন্ত্রণালয় ও এরশাদে ইসলামী হতে অনুমতি পত্র নিম্নের শর্তর সাথে স্থাপিত হল। কর্মঃ ও উদ্দেশ বিষয়ঃ আমাদের উদ্দেশ হচ্ছে আমরা মহানবী (সা.) এই হাদিসের অনুযায়ী নিজের উদ্দেশকে শুরু করব (إني تارك فيكم الثقلين  كتاب الله ، وعترتي أهل بيتي ) এবং আকাঈদী সীমা যা আলে মোহাম্মাদের মাকতাবে তার রক্ষা করা। এই পতিস্থানের এবং বিষয় বস্তু নিম্নে উল্লেখ হলঃ

১- এই পতিস্থানের সম্পুন্য চেষ্টা এই যে যাতে করে দেশে ও বিদেশে মানুষের মধ্যে মোহাম্মাদ ও আলে মোহাম্মাদ (সা.) কে পরিচিত করতে পারে।

২- প্রবান্ধ লিখা এবং মাযহাবী পুস্তককে অন্যান্য ভাষাই অনুবাদ করানো।

৩- প্রদর্শনী সাংস্কৃতি  শিল্পর  সরকারী ও বেসররারী সেমিনার সমূহে পতিস্থানের সাথে সহযোগিত করা।

৪- এই পতিস্থান সাংস্কৃতি  কাজেও অগ্রবর্তী আছে বই প্রকাশন এবং সফটওয়্যার।

৫- এই পতিস্থানের সম্পূর্ণ চেষ্টা এটাই যে ঐতিহাসিক জিনিষকে সংগ্রহ করে যাতে করে শিয়া মাযহাবের সাংস্কৃতি মিরাসী সাহায্য করতে পারে।

৬- দেশী এবং বিদেশী শিল্প ও মাযহাবি পতিস্থানের সাথে সম্পর্কিত হয়া।

৭- বইকে অনুমতির সাথে প্রিন্ট করা এবং বিভিন্ন বিষয়ে বই প্রিন্ট করা আর শিয়া মাযহাবকে জীবিত রাখা।

৮- প্রাইভেট ও সাধারণ লাইব্রেরী স্থাপিত করা যাতে মাযহাবি অডিও এবং ভিডিও রেকর্ড করা।

  

৯- সাইটকে বানানো যার মাধ্যমে ইসলামী জ্ঞানকে প্রচার করা।

১০- একটি পতিস্থান বানানো তার মাধ্যমে ইন্টারনেট, টেলিফোন উপস্তিত ব্যাক্তিদের আকিদাগত, চারিত্রিক, পারিবারিক এবং সামাজিক প্রশ্নের উত্তর দেওয়া হবে।

১১- ইস্পেশাল পতিস্থান স্থাপিত করা মোবাল্লেগীন এবং তাবলীগ কারীর (দেশে ও বিদেশে) তারবিয়াত করা।

১২- হযরত উস্তাদ হুসাইন আনসারিয়ানের বই সমূহ একত্রিত করা এবং প্রিন্ট করা। বিশেষ করে এই চার দশকে উস্তাদের মজলিস, বই সমূহ এবং উনার চিন্তা যুবকদের উপরে অনেক প্রভাব রেখেছে। উস্তাদের বই যেমন ৮০ খন্দ ৫০ টি বিষয়ে সাথে এবং ৫ হাজার ঘণ্টা বক্তৃতা যা ৪৮০ টি বিষয়ের উপর আছে, যেমনঃ আকাঈদ, আহলে বাইত (আ.) এর সিরাতের (চরিত্র) উপর, আখলাক, কুরআনের তাফসীর, ইসলামী কালাম ও আধ্যাত্মিকের উপর এই সমস্ত বই এই গবেষণা কেন্দ্রর তত্ত্বাবাধানে প্রিন্ট হয়েছে। আল্লাহ্‌র অশেষ কৃপায় এই পতিস্থানের তত্ত্বাবাধানে আরো কিছু সাইটে কাজ হচ্ছে।  ১. আধ্যাত্মিক ( www.erfan.ir )

২. আনসারিয়ান ( www.ansarian.ir ),  ৩. ইমাম সাজ্জাদ (www.emamsajjad.com)  ৪. শিয়া ইসলাম (www.shieh.ir) এই সমস্ত সাইট পৃথিবীর ২৮টি জিবিত ভাষাই কাজ করছে। সব চাইতে গুরুতপূর্ণ অংশ প্রায় তিন হাজার বক্তৃতা বিভিন্ন বিষয়ে জনগণের হাতে পোঁছে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে মাযহাবী অনুস্থানে কয়েক হাজার প্রশ্নোত্তর  যা আকিদাগত, আখলাকি, কালামি এবং ফিকহী বিষয়ের উপরে তার উত্তর দেওয়া হচ্ছে এবিং তার সাথে সাথে পবিত্র কুরআন, নাহজুল বালাগাহ ও সাহিফায়ে সাজ্জাদিয়া যা স্বয়ং উস্তাদ অনুবাদ করেছেন  বিদ্যমান আছে। ইসলামী ময়ারেফে ইসলামী ছাত্র এবং গবেষণা করীদের জন্য সুসংবাদ দিয়েছে যে উস্তাদ আনসারিয়ানের সমস্ত বক্তৃতা নতুন সংকলনের সাথে প্রিন্ট হোয়ে গেছে। এই ভাবে উস্তাদের মানুষকে গোঁড়ে তুলার বক্তৃতা যা শিয়া গুরুত্বপূর্ণ পুস্তক দ্বারা বিয়ান করা হয়েছে বইয়ের রুপে জনগণের হাতে দেওয়া হবে, এবং একটি মানাবে (মূল) হিসাবে গবেষক ও উলামাদের কাজে আস্তে পারে। শেষে আল্লাহ্‌র এই কাজ করার তৌফীক কামনা করি এবং উস্তাদের অনুসরণ কারীদের প্রতি দরখাস্ত যে আরোবেশি বই এবং বক্তৃতা ব্যপারে জানতে চাইলে এই পতিস্থানের ঠিকানায় যোগা যোগ করতে পারেন।

ঠিকানাঃ খিয়াবানে শাহীদ ফাতেমী ( দোরেশহর ) গোলি নং ১৯  বাড়ী নং ২৭, টেলিফোনে নং ০২৫১-৭৭৩৫৩৫৭, ৭৭৩৬৩৯০  ফাক্স নং ০২৫৭৮৩০৫৭০

ই-মেইলঃ info@erfan.ir

3
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article


 
user comment

Jazzii
The asnewr of an expert. Good to hear from you.
پاسخ
3     0
2013-04-05 12:34:36
Alpamys
Keep these articles coming as they've oepend many new doors for me.
پاسخ
3     0
2013-04-05 12:33:24
Vivek
Glad I've fnlialy found something I agree with!
پاسخ
2     1
2013-04-05 12:33:20