হতাশা কুফরের সমতুল্য ৩য়

লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান

হাদিসের দৃষ্টিতে এমন আশাকে বৃথা এবং অনর্থক আশা বলে উল্লেখ করা হয়েছে:

ইমাম জাফর সাদিক(.)-এর কাছে এমন ব্যক্তি যে সব ধরণের গোনাহে লিপ্ত হয়েছে অথচ আশা নিয়ে বসে আছে এবং বলে: আমরা মহান আল্লাহর দয়া করুণার প্রতি আশাবাদী এবং মৃত্যু পর্যন্ত তারা এভাবেই অপেক্ষা করে, তাদের সম্পর্কে প্রশ্ন করা হলে ইমাম সাদিক(.)বলেন: এরা শুধুমাত্র আশা নিয়ে বসে আছে এদের ভরসা নেই কেননা যারা কোন কিছুর ভরসা করে তার জন্য চেষ্টা করে এবং যে জিনিসের ভয় পায় তা থেকে দূরত্ব অবলম্বন করে[1]



عن أبي عبد الله (عليه السلام) قال : قلت له : قوم يعملون بالمعاصي و يقولون نرجو فلا يزالون كذلك حتى يأتيهم الموت . فقال : هؤلاء قوم يترجحون في الأماني كذبوا ليسوا براجين إن من رجا شيئا طلبه و من خاف من شيء هرب منه .

اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article