লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
হাদিসের দৃষ্টিতে এমন আশাকে বৃথা এবং অনর্থক আশা বলে উল্লেখ করা হয়েছে:
ইমাম জাফর সাদিক(আ.)-এর কাছে এমন ব্যক্তি যে সব ধরণের গোনাহে লিপ্ত হয়েছে অথচ আশা নিয়ে বসে আছে এবং বলে: আমরা মহান আল্লাহর দয়া ও করুণার প্রতি আশাবাদী এবং মৃত্যু পর্যন্ত তারা এভাবেই অপেক্ষা করে, তাদের সম্পর্কে প্রশ্ন করা হলে ইমাম সাদিক(আ.)বলেন: এরা শুধুমাত্র আশা নিয়ে বসে আছে এদের ভরসা নেই। কেননা যারা কোন কিছুর ভরসা করে তার জন্য চেষ্টা করে। এবং যে জিনিসের ভয় পায় তা থেকে দূরত্ব অবলম্বন করে[1]।