যুক্তরাষ্ট্রের আলবামায় গর্ভবতী নারীসহ ৫ জনকে হত্যা

আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের সিট্রোনেল শহরের একটি বাড়িতে এক গর্ভবতী নারীসহ পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিসিসিপি অঙ্গরাজ্যের সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত শনিবার জানিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে পুলিশ চার মাস বয়সী এক শি

আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের সিট্রোনেল শহরের একটি বাড়িতে এক গর্ভবতী নারীসহ পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিসিসিপি অঙ্গরাজ্যের সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত শনিবার জানিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে পুলিশ চার মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে বলে জানিয়েছে স্থানীয় মোবাইল কাউন্টি কর্তৃপক্ষ। হত্যাকান্ডে আগ্নেয়াস্ত্র ছাড়াও অন্য কয়েক ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন মোবাইল কাউন্টি শেরিফ দপ্তরের ক্যাপ্টেন পল ব্রুচ। তবে অস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, লাশ উদ্ধারের কয়েক ঘন্টার পর নিজ রাজ্য মিসিসিপিতে ডেরিক রায়ান ডিয়ারম্যান নামে ২৭ বছর বয়সী এক ব্যক্তি আত্মসমর্পণ করেছেন। তার সঙ্গে নিহতদের সম্পর্ক বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে, ডিয়ারম্যান মিসিসিপির গ্রিন কাউন্টি শেরিফ দপ্তরে গিয়ে ওই পাঁচজনকে হত্যার কথা স্বীকার করে। সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মোবাইল কাউন্টি শেরিফ দপ্তর। সিএনএন।


source : abna24
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article