বইঃ দোয়া-ই-কোমাইলের ব্যাখ্যা
লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
আল্লাহ্র অসতীত্ব, বান্দাদেরকে সমস্ত অবস্থায় দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং তাঁদের থেকে চেয়েছেন শুঁখে ও দুঃখতে আল্লাহ্র মাথা নত করার এবং আল্লাহ্র বারগাহতে দোয়ার জন্য হাত তুলা বিনয় সাথে চোখে অশ্রু মন ভরা অবস্থায় নিজের প্রয়োজনীয়তা মহান আল্লাহ্র দরবারে চায়বে এবং সে অবশই দোয়া কবুল হয়ার প্রতি ভরসা, বিশ্বাস ও আশা রাখবে এবং অবশয় ঘোষণা করেছেন যে কেউ দোয়ায় (এবাদতে) গর্ব বোধ করে অনেক লজ্জিত ও লাঞ্ছিত হবে এবং সত্বরই জাহান্নামে দাখিল হবে এবং এই সমস্ত বিষয় এর প্রকাশ্য ও বতেনি একটি আয়াতে উল্লেখ করেছেনঃ (وَ قالَ رَبُّكُمُ ادْعُوني أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبادَتي سَيَدْخُلُونَ جَهَنَّمَ داخِرين[1] ) তোমাদের পালনকর্তা বলেন, তম্রা আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। পবিত্র হাদিসে দোয়া আল্লাহর অনেক অনুগ্রহ ও দয়া সমস্ত সৃষ্টিকুলের প্রতি বিশেষ করে মানুষের প্রতি, অনেক আছে এবং রাহমতের দস্তারখান বিস্তারিত, এবং দয়া ও মেহেরবানী সব সমায়ের জন্য প্রস্তুত । উনার দরবার দরবারে নৈরাশ্য নাই, তার দরবার দরবারে কৃপণতা ও বিতাড়িত করা নায়।