লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
হ্যা ওয়ালায়াত , হুকুমাত ও আলী ( আ.) এর রাহবারীকে গ্রহন করা এবং পার্থিব জগতে ও দ্বীনি কাজে ও আখেরাতের বিষয়াদিতে উনার অনুসরণ ( ইতাআত ) করায় , দ্বীন পূর্নাঙ্গ এবং অবদান সম্পূর্ণ হবে।
পাক, পবিত্র ও নুরানিয়ত যা ওযুর মাধ্যমে অর্জন হয় ইমাম রেজা ( আ.) হতে বর্ণিতঃ এই কারনে ওযুর নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বপ্রথম ইবাদত এর মাধ্যমে হয় যখনি আল্লাহ্র দরবারে দারায় এবং উনার সাথে রাজও নিয়াজ ও মুনাজাত করেন পাক হতে হবে , এবং উনার নির্দেশের অনুসরণ করতে হবে , নেজাসাত ও অপবিত্রতাকে নিজের নিকট হতে দূর করতে হবে , এই কাজ সমূহ ব্যতীত, ওজু ঝিমানো ও অলসটাকে মানুষের মধ্যে হতে দূর করে দিবে এবং অন্তর মহান আল্লাহ্র কিয়াম ও ইবাদতের জন্যে নূরানি ও উজ্জল হবে [1]।
[1] - « عن الفضل بن شاذان عن الرضا (ع ) قال: إنما أمر بالوضوء و بدأ به لأن یکون العبد طاهراً إذا قام بین یدی الجبار عند مناجاته إیاه مطیعاً له فیما أمره نقیا من الأدناس و النجاسة مع ما فیه من ذهاب الکسل و طرد النعاس و تزکیة الفواد للقیام بین یدی الجبار ... »
অয়ুনে আখবারে রেযাঃ ২/ ১০৩ , অধ্যায় ৩৪ ; এলালুশ শারায়েঃ ১/ ২৫৬ , অধ্যায় ১৮২ , হাদিস নং ৯ ; ওয়াসায়িলুশ শিয়াঃ ১/ ৩৬৭ , অধ্যায় ১, হাদিস নং ৯৬৮ ।