বাঙ্গালী
Tuesday 26th of November 2024
0
نفر 0

শ্রোতাদের পাঠানো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাবার্তা

আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমার ও আমার ক্লাবের পক্ষ হতে রেডিও তেহরান এর সকল কর্মকর্তা–কর্মী, কলা-কুশলীসহ সকল শ্রোতাবন্ধুদের জানাই “ঈদ মোবারক”।
শ্রোতাদের পাঠানো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছাবার্তা

আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমার ও আমার ক্লাবের পক্ষ হতে রেডিও তেহরান এর সকল কর্মকর্তা–কর্মী, কলা-কুশলীসহ সকল শ্রোতাবন্ধুদের জানাই “ঈদ মোবারক”।

 

ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। প্রতিটা ঘরে ঘরে বেজে উঠুক সুখ ও আনন্দের বাজনা। সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে। সকলের অংশ গ্রহণের মাধ্যমে ঈদ হোক অন্য রকম মজাদার। আবারো সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।

 

শুভেচ্ছান্তে

মোঃ কামাল হোসাইন

পরিচালক, ইন্‌ডিপেনডেন্ট রেডিও লিস্‌নার্স ক্লাব

জগন্নাথদী– মোল্যা বাড়ী, মধুখালী, ফরিদপুর।

********************************

বাঁকা চাঁদের হাঁসিতে,

দাওয়াত দিলাম আসিতে,

আইসো আমার বাড়ীতে,বসতে দিব পিরিতে,

আসতে যদি না পারো,ঈদ মোবারক গ্রহণ করো ।

 

প্রেরক,

মোঃ শরিফুল ইসলাম (শরীফ)

সভাপতি, করতোয়া রেডিও লিসেনার্স ক্লাব.

গ্রামঃ পূর্ব মহেশপুর, পোঃ গাঁড়াদহ বাজার

থানাঃ উল্লাপাড়া, জেলাঃ সিরাজগঞ্জ-৬৭৭০

 

***************************

 

ঈদ আনন্দে ভাসে
- সাহাদাত সাঈদ

 

ঐ আকাশের এক ফালি চাঁদ
মিটি মিটি হাসে,
সে আনন্দের ভেলায় চরে
শিশু-কিশোর ভাসে।

 

সবার গায়ে রঙিন জামা
খুশিতে বাক বাক,
চারিদিকে শুনি যে তাই
ঈদের হাক ডাক।

 

ঈদের সে আনন্দে বলি
ঈদ মোবারক!
ঈদ মোবারক!!
ঈদ মোবারক!!!

 


source : irib.ir
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

কে হযরত আলী (আ.) কে শহীদ করেছে? তার ...
আল কোরআনের অলৌকিকতা (৬ষ্ঠ পর্ব)
কবর জিয়ারত
কোরবানির ইতিহাস
পবিত্র ঈদে গাদীর
হযরত ফাতেমার চরিত্র ও কর্ম-পদ্ধতি
হযরত আলীর নামের শেষে (আ.) ব্যবহার ...
কোরআন বিকৃতি মুক্ত
আদাবুস সুলূক (আধ্যাত্মিক পথ ...
মুহাম্মাদের (সা.) সঙ্গে মুবাহিলা ...

 
user comment