বনা ডেস্ক: তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে ঢাকায় ডেকে পাঠিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূতকে আংকারায় ডেকে নেয়ার পর পাল্টা ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ নেয়া হলো বলে ধারণা করা হচ্ছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে, শলাপরামর্শের জন্যে এভাবে রাষ্ট্রদূতকে ডেকে আনা স্বাভাবিক কূটনৈতিক রেওয়াজ। এতে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও ক্ষতি হবে না।
জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের নির্দেশে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে আংকারায় ডেকে নেয়া হয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে প্রশ্ন করা হয়েছিল যে, ঢাকা থেকে তুরস্ক রাষ্ট্রদূত ফিরিয়ে নেয়ার পর বাংলাদেশ এ বিষয়ে নমনীয় মনোভাব দেখাচ্ছে কিনা।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মোটেও নমনীয় নয়। তুরস্ক বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়নি।
তিনি বলেন, তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাষ্ট্রদূতকে ডেকে নেয়া হয়েছে কনসালটেশনের (শলাপরামর্শ) জন্যে। এটা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া। আমরাও আমাদের রাষ্ট্রদূতকে একই কাজে ঢাকায় ডেকে এনেছি।
এ কারণে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চিড় ধরবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
source : abna24