আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি মসজিদে এক মুসলিম চিকিৎসককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গাড়ি পার্ক করে ফজরের নামাজ পড়তে মসজিদে ঢোকার সময় তার ওপর এ হামলা চালানো হয়।
নিহতের নাম আরসলান তাজাম্মুল। তিনি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ।
জানা গেছে, হসটন শহরের মাদ্রাসাহ ইসলামিয়ার সামনে গাড়ি পার্ক করে সেখানে ঢোকার সময় তিন দুর্বৃত্ত তাকে অনুসরণ করছিল। একপর্যায়ে তাদের একজন তাকে ছুরিকাঘাত করে এবং আরেকজন দুটি গুলি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুসল্লিরা তাজাম্মুলকে হাসপাতালে নিয়ে যায়। আর হামলাকারীরা দ্রুতই ঘটনাস্থল থেকে ত্যাগ করে।
হসটন জেলা পুলিশ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেয়া হয়। সেখানে ২৪ ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ'তে থাকার পর তার মৃত্যু হয়।
শনিবারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যেও মসজিদের কাছে একজন মুসলিমের ওপর হামলার ঘটনা ঘটে।
বর্ণবাদী গোষ্ঠীগুলোর ওপর নজর রাখে এমন প্রতিষ্ঠান ‘সাউদার্ন পোভার্টি ল’ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মুসলিম-বিরোধী হামলা ব্যাপক হারে বেড়েছে।
source : abna24