![](https://new.erfan.ir/images/icons/img-35.png)
মাদাগাস্কারে মিলাদুন্নাবি (স.) উপলক্ষে মাহফিল
![](https://erfan.ir/system/assets/imgArticle/2016/12/99767_445883.jpg)
- প্রকাশের তারিখ: 2016-12-17 17:55:36
- দর্শনের সংখ্যা: 1573
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা -আবনা-: ‘মহানবি (স.) এর অনুসারীদের মাহফিল’ শিরোনামে ৭ শতাধিক মুসলমানের উপস্থিতিতে বিশেষ মাহফিলে মাদাগাস্কারের আনতানানারিভোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাহফিলটি মাদাগাস্কারে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এদেশের বিভিন্ন মসজিদের জুমআর খতিবগণের উপস্থিতিতে ইভাতো হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সুন্নি মাযহাবের গন্যমান্য ব্যক্তিবর্গ, খোজা সম্প্রদায়ের প্রধান, মাদাগাস্কারে নিযুক্ত আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মাদাগাস্কার সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা এতে বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, পবিত্র ঈদে মিলাদুন্নাবি (স.) উপলক্ষে আয়োজিত এ বিশাল মাহফিল আল-মোস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানাধীন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং মাদাগাস্কারের ৭টি ইসলামি কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।#