আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অজ্ঞাত দূর্বৃত্তের হামলায় লন্ডনের ব্যস্ত একটি সড়কে প্রাণ হারিয়েছেন শিয়া এক যুবক।
গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) লন্ডনের উইল্ডস্টোন সড়কে অজ্ঞাত এক ব্যক্তি, শিয়া যুবক ‘মুহাম্মাদ আল-যুফাইরি’র শরীরে ছুরি দিয়ে ৩টি আঘাত করে। পথচারীদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে অপারেশন থিয়েটারে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
স্থানীয় সময় বিকেল ৬:৩০ মিনিটে লন্ডনের হ্যালিফ্যাক্স ব্যাংকের সামনে একটি পুলিশ স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ স্থানকে ঘিরে ফেলে। হঠাৎ এ হামলায় আতঙ্কিত হয়ে ওঠে পথচারীরা।
উইল্ডস্টোনের এক বাসিন্দা জানিয়েছেন, আমি হামলাকারীকে চিনতে পেরেছি। সে অত্যন্ত অভাবগ্রস্থ একটি পরিবারের সদস্য।
এ মামলা তদন্তকারী লন্ডন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মার্ক লারসন স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে নৃশংস এ হামলার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন: এ হামলার বিষয়ে যদি কারো কাছে কোন তথ্য থাকে অথবা হামলার আগে বা পরে কোন সন্দেহজনক বিষয় যদি কেউ দেখে থাকেন তবে অনতি বিলম্বে সে বিষয়ে পুলিশকে অবগত করার আহবান জানানো হচ্ছে। যাতে হামলাকারীকে দ্রুত চিহ্নিত ও আটক করা সম্ভব হয়।
প্রসঙ্গত, ২ সন্তানের বাবা মুহাম্মাদ আল-যুফাইরি (৩৪), লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।#