বাঙ্গালী
Friday 2nd of June 2023
0
نفر 0

লন্ডনে ছুরিকাঘাতে শিয়া যুবক নিহত (ছবি)

লন্ডনে ছুরিকাঘাতে শিয়া যুবক নিহত (ছবি)
গতকাল বিকেলে লন্ডনের উইল্ডস্টোন সড়কে অজ্ঞাত দূর্বৃত্তের ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন এক শিয়া যুবক। শরীরের ৩টি স্থানে আঘাতপ্রাপ্ত ঐ যুবককে হাসপাতালে স্থানান্তরের পর তিনি মারা যান।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অজ্ঞাত দূর্বৃত্তের হামলায় লন্ডনের ব্যস্ত একটি সড়কে প্রাণ হারিয়েছেন শিয়া এক যুবক।

গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) লন্ডনের উইল্ডস্টোন সড়কে অজ্ঞাত এক ব্যক্তি, শিয়া যুবক ‘মুহাম্মাদ আল-যুফাইরি’র শরীরে ছুরি দিয়ে ৩টি আঘাত করে। পথচারীদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে অপারেশন থিয়েটারে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

স্থানীয় সময় বিকেল ৬:৩০ মিনিটে লন্ডনের হ্যালিফ্যাক্স ব্যাংকের সামনে একটি পুলিশ স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ স্থানকে ঘিরে ফেলে। হঠাৎ এ হামলায় আতঙ্কিত হয়ে ওঠে পথচারীরা।

উইল্ডস্টোনের এক বাসিন্দা জানিয়েছেন, আমি হামলাকারীকে চিনতে পেরেছি। সে অত্যন্ত অভাবগ্রস্থ একটি পরিবারের সদস্য।

এ মামলা তদন্তকারী লন্ডন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মার্ক লারসন স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে নৃশংস এ হামলার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন: এ হামলার বিষয়ে যদি কারো কাছে কোন তথ্য থাকে অথবা হামলার আগে বা পরে কোন সন্দেহজনক বিষয় যদি কেউ দেখে থাকেন তবে অনতি বিলম্বে সে বিষয়ে পুলিশকে অবগত করার আহবান জানানো হচ্ছে। যাতে হামলাকারীকে দ্রুত চিহ্নিত ও আটক করা সম্ভব হয়।

প্রসঙ্গত, ২ সন্তানের বাবা মুহাম্মাদ আল-যুফাইরি (৩৪), লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।#

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ক্রাইস্টচার্চে হামলাকারীকে ...
দায়েশের মত গোষ্ঠীগুলোর ধর্ম ও ...
অনুমতি ছাড়া জাকির নায়েকের সংস্থা ...
भारत को दाइश की धमकी, धमकी का क्या ...
আত্মিক প্রশান্তি তাকওয়া ও ...
ইরানের ইসলামী বিপ্লব মুসলমান ...
‘দুই শতাধিক ধর্ষণ করেছি’
মিশরের ইখওয়ানুল মুসলিমিনের ...
কলকাতায় ছয় জঙ্গি গ্রেফতার ; ৩ জন ...
জঙ্গি শামীমার নাগরিকত্ব বাতিল ...

 
user comment