আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত ইমামে যামানা (আ.) জামে মসজিদ কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আফগান সরকরের প্রতি আহবান জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।
হামলার নিন্দায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘মর্মান্তিক এ হামলা শুধু বিশ্বের মুসলমানদেরকেই ব্যথিত করেনি বরং বিশ্বের সকল মুক্তিকামী মানুষের মনে দাগ কেটেছে। নিরাপরাধ ও বেসামরিক মানুষ হত্যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এ সকল হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানাই’।
বিবৃতিতে বলা হয়েছে, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা) এ বর্বর হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এর সাথে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আফগান কর্তৃপক্ষের প্রতি আহবান জানায়’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘নিঃসন্দেহে এ ধরনের হামলা আফগানিস্তানের সাহসী জনগণের দৃঢ় মনোবলে চীড় ধরাতে সক্ষম হবে না এবং আফগান মুসলিম জাতি ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে পরপস্পরের পাশে শান্তিপূর্ণ সহাবস্থান অব্যাহত রাখবে’।
বিবৃতির শেষাংশে মহান আল্লাহর দরবারের শহীদদের জন্য সুউচ্চ মর্যাদা, আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য ধৈর্য্য ও উত্তম পুরস্কার কামনা করা হয়।#