নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তিউনিশিয় সাংবাদিক আব্দুর রাজ্জাক আল-যারকি’।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ক্ষমতাসীন সরকারের কর্মকর্তাদের দূর্নীতি ও বিদ্যমান সমাজিক দূরাবস্থার বিষয়ে সরকারের উদাসীনতার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তিউনিশিয় সাংবাদিক ‘আব্দুর রাজ্জাক আল-যারকি’।
সাংবাদিক সিন্ডিকটের পক্ষ থেকে বলা হয়েছে তার মৃত্যুর জন্য সরকারই দায়ী।
আল-রিজকি চ্যানেল ‘টি ভি’তে কর্মরত ছিলেন। শুহাদা স্কয়ারে নিজের শরীরে আগুন লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
প্রসঙ্গত, তিউনিশিয়ার নাগরিক বু আজিজি নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করার ঘটনার মধ্য দিয়ে তিউনিশিয়ায় গণজাগরণ ও আরবীয় বসন্তের সূচনা ঘটে। এ ঘটনায় তিউনিশিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল। বাহরাইন ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে তার রেশ এখনও রয়ে গেছে।#