গাজা শহরের পূর্বাঞ্চলে ইহুদিবাদী সেনারা গুলি চালালে মুহাম্মাদ সা’দ নামে ২০ বছর বয়সী এক তরুণ শহীদ হন।
আবনা ডেস্কঃ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ শুরু: ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি শহীদ
ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি শহীদ ও ১১০ জন আহত হয়েছেন। ইসরাইল ও অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে বিক্ষোভ কর্মসূচি শুরু করার পর ইহুদিবাদী সেনারা তাদের ওপর গুলি চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। একইদিন তারা ফিলিস্তিনি ভূমি দিবস পালন করেন।
গাজা শহরের পূর্বাঞ্চলে ইহুদিবাদী সেনারা গুলি চালালে মুহাম্মাদ সা’দ নামে ২০ বছর বয়সী এক তরুণ শহীদ হন। শহীদ অপর ফিলিস্তিনি কিশোরের নাম আদহাম আমারা (১৭)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরাইলি সেনারা বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাসের শেলও ছোঁড়ে। রাত-দিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া লোকজন জানিয়েছেন, শহীদ সা’দও বিক্ষোভ অংশ নিয়েছিলেন।
গত বছর প্রথমবারের মতো ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচির আয়োজন করা হয়। এর বার্ষিকী উপলক্ষে এবারের বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।
গত বছরের ৩০ মার্চ থেকে প্রতি সপ্তাহে এ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব অবসানের দাবিতে ফিলিস্তিনিরা ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করে আসছেন।#