দোয়া-ই-কুমাইলের ব্যাখ্যা
লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান প্রেমিক আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক প্রেমিকগণ, সঠিক জাগ্রত হৃদয়ের মানুষ এবং সঠিক পথের পথিকগণ অন্যান্য দোয়ার তুলনায় দোয়া কুমাইলের প্রতি অধিক প্রাধান্য দিয়ে থাকেন। পৃথিবীতে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত (সৃষ্টির সেরা জীব)। মানুষ যেমন পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা জীব, ঠিক তেমন দোয়া কুমাইল অন্যান্য দোয়ার তুলনায় শ্রেষ্ঠ। এ কারণে এই দোয়াকে ইনসানুল আদি’য়া’ তথা মানুষের দোয়া সমূহ বলা হয়। দোয়া কুমাইলের সূত্র অনেক দোয়ার গ্রন্থে দোয়া কুমাইলের কোন সূত্র (দলিল) উল্লেখ নেই। কারণ এই দোয়ার খ্যাতি এতই বেশী যে, এর জন্য কোন সূত্রের প্রয়োজন হয় না। আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালামের অন্যান্য দোয়ার মতই এই দোয়ার ভাষার প্রাঞ্জলতা, অলঙ্কারশাস্ত্র, এবং শ্রেষ্ঠত্ব অনেক বেশী। আর দোয়াটি অতি মানসম্পন্ন হওয়াতে বোঝা যায় যে, দোয়াটি আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের দোয়া। মহান গবেষক শুশতারী তার ‘কামুসুর রিজাল’ গ্রন্থে লিখেছেন, নির্ভরযোগ্য দোয়াগুলোর মধ্যে দোয়া কুমাইল অন্যতম এবং শিয়া-সুন্নি উভয়েই দোয়াটিকে বর্ণনা করেছেন।[1]