পবিত্র শা'বান মাসের ১৫ তারিখে হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর জন্মদিবস। এ দিবস উপলক্ষে হযরত আয়াতুল্লাহ আল উজমা ওয়াহিদ খোরাসানী শিয়াদের উদ্দেশ্য বিশেষ নসিহত করেছেন।
আহলে বাইত (আ. ফা.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আহলে বাইত (আ. ফা.) এর অনুসারী এ মারজায়ে তাকলীদ, ইমাম মাহদী (আ. ফা.) এর আবির্ভাবের জন্য ১৫ই শা'বানের পবিত্র রজনীতে সারাবিশ্বের তাঁর মুন্তাযিরদেরকে (অপেক্ষায়রতদেরকে) তাঁর (আ. ফা.) আবির্ভাবের জন্য মনেপ্রাণে দোয়া করার প্রতি আহ্বান জানিয়েছেন। আয়াতুল্লাহ আল উজমা ওয়াহিদ খোরাসানী'র কার্যালয়ের ওয়েব সাইটে উল্লিখিত হয়েছে যে, আহলে বাইত (আ. ফা.) হতে বর্ণিত রেওয়ায়েতসমূহের ভিত্তিতে সম্মিলিতভাবে দোয়ার প্রভাব বিশেষতঃ এ রজনীর বিশেষ তাপযর্য -যাতে হযরত ইমাম মাহদী (আ. ফা.) ভূমিষ্ঠ হয়েছিলেন- যা শবে কদরের পর সবচেয়ে গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ রাত হিসেবে বিবেচিত। এ রজনী সম্পর্কে আয়াতুল্লাহ আল উজমা ওয়াহিদ খোরাসানী বলেছেন: এ মহতি রজনীতে সকল মু'মিন ও মু'মিনাতের উচিত সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাঁর (আ. ফা.) রুহের প্রতি হাদিয়া করার পর যেয়ারতে আলে ইয়াসিন পাঠ করা। অতঃপর রাত ঠিক ১১টার সময় দোয়ায়ে ফারাজ তেলাওয়াত করে মহান আল্লাহর নিকট যুগের ইমাম (আ. ফা.) এর আবির্ভাবকে ত্বরান্বিত করার জন্য দোয়া করা। এছাড়া এ পবিত্র রজনী উপলক্ষে আয়োজিত বিভিন্ন আনন্দ মাহফিলে ও পবিত্র স্থানসমূহে সম্মিলিত ভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত এবং দোয়া ও প্রার্থনা করার প্রতি গুরুত্বারোপ করেন।#
source : www.abna.ir