বাঙ্গালী
Sunday 24th of November 2024
0
نفر 0

অপহৃত স্কুলছাত্রীদের ফিরে পাওয়ার বিষয় প্রতিশ্রুতি দিলেন না বুহারি

আবনা : নাইজেরিয়ার নব নির্বাচিত নতুন প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি আজ(মঙ্গলবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ঠিক এক বছর আগে বোকো হারামের হাতে অপহৃত ২১৯ জন স্কুল ছাত্রীকে উদ্ধারের বিষয় কোনো প্রতিশ্রুতি দেয়া সম্ভব নয়।
অপহৃত স্কুলছাত্রীদের ফিরে পাওয়ার বিষয় প্রতিশ্রুতি দিলেন না বুহারি

আবনা : নাইজেরিয়ার নব নির্বাচিত নতুন প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি আজ(মঙ্গলবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ঠিক এক বছর আগে বোকো হারামের হাতে অপহৃত ২১৯ জন স্কুল ছাত্রীকে উদ্ধারের বিষয় কোনো প্রতিশ্রুতি দেয়া সম্ভব নয়।  
বোরনো প্রদেশের চিবুক শহর থেকে গত বছরের এপ্রিলে বোকো হারাম  এ সব স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। এ ঘটনার পরিপ্রেক্ষিতে  বিশ্বব্যাপী তার তীব্র প্রতিক্রিয়া হয়েছিল।
মোহাম্মদু বুহারি বলেন, চিবুক থেকে অপহৃত মেয়েদের উদ্ধার করা যাবে কিনা জানি না, তাদের কোথায় রাখা হয়েছে তাও জানা নেই। এ অবস্থায় তাদের উদ্ধারের প্রতিশ্রুতি দেয়া যায় না বলে জানান তিনি। অবশ্য তার সরকার অপহৃত মেয়েদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করবে বলেও জানান তিনি।  
এর আগে বিদায়ী প্রেসিডেন্ট গুডলাক জনাথন এবং তার সরকার এ সব স্কুল ছাত্রীকে উদ্ধারের বিষয় আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু মোহাম্মাদ বুহারি এ ক্ষেত্রে তাদের বক্তব্যের পুরোপুরি বিরোধিতা করেন।
নাইজেরিয়ায় চলমান সন্ত্রাস ও অপহৃত মেয়েদের ভাগ্যের বিষয় সততা প্রয়োজন উল্লেখ করে ৭২ বছর বয়সি মোহাম্মদু বুহারি বলেন, আগামী মে মাসে ক্ষমতা গ্রহণের পর তার সরকার বোকো হারামকে পরাজিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
দু’সপ্তাহ আগে ঐতিহাসিক নির্বাচনে বুহারির কাছে জনাথন গুডলাক পরাজিত হোন। নির্বাচনে প্রেসিডেন্ট জনাথনের নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপগুলো নিয়ে প্রশ্নের অবতারণা করেছিলেন বুহারি।#


source : abna
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

অপহৃত স্কুলছাত্রীদের ফিরে ...
ইরানের সঙ্গে সম্পর্ক: মার্কিন ...
শিয়া অধ্যুষিত ‘বাশির’ গ্রাম ...

 
user comment