১৩ সেপ্টেম্বর (রেডিও তেহরান): ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে শতাধিক ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মুহাম্মাদি গুলপাইগানি এ তথ্য জানিয়েছেন।
তিনি সর্বোচ্চ নেতার পক্ষ থেকে মক্কায় ফোন করে হতাহতদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ সময় সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাইয়্যেদ আলী কাজি আসগার সৌদি আরব থেকে ফোনে ইরানি হজ কাফেলার সদস্যদের সর্বশেষ অবস্থা এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন। সর্বশেষ তথ্য অনুযায়ী মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় পাঁচ ইরানি নিহত হয়েছেন। এছাড়া আরও সাত জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নিহতদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
গতকাল ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। গত শুক্রবার সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদুল হারামে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে কয়েক জন বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে।#
source : irib.ir