লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
জিবনের সমস্ত কাজ ও চেষ্টা সঠিক পথের মাধ্যমে অর্জন করা নিঃসন্দেহে আল্লাহ্র ইবাদত; কেননা মহান আল্লাহ্ কুরআন মজিদে অনেক আয়াত সমূহে নিজের বান্দার প্রতি উদ্দেশ করে বলেন ভূমিকে আবাদ কর, জিবন যাপনের জন্য হালাল রুযী অর্জন কর, ব্যবসা বাণিজ্য এবং সঠিক ক্রয়, বিক্রয় নির্দেশ দিয়েছেন, আল্লাহ্র অনুসরণ করা, আল্লাহ্র ইবাদত ও বান্দেগি করা এবং উনার অনুসরণ করা কেয়ামতের তার সাওয়াব ও ফল পাওয়া জাবে।
যেমন ব্যবসা, বাণিজ্য, ক্রয়, বিক্রয়, ভাড়া দেওয়া, ওকালতি, চাষাবাদ, মোযারাবা (যে অংশিদারী ব্যবসায়ে এক পক্ষ পুঁজি সরবরাহ করে, অপর পক্ষ পরিচালনা করে এবং লাভ-লোকসান ভাগ করে নেয়), অংশীদারিত্ব, শিল্পকলা, অন্যকে শিক্ষা দান করা, আর্ট, দর্জিগিরি, রং মিস্ত্রী, চামড়া পাকা করার কারখানা, পশুর খামার মানুষীগত এবং ইসলামী শর্ত অনুযায়ী হোক , এই কাজ সমূহের মাধ্যমে নেয়ামত সমূহকে অর্জন করার সঠিক রাস্তা কেননা যারা এই পথ সমূহে চেস্তা করবে মহান আল্লাহ্ তাদেরকে পছন্দ করেম, এবং ইহা ব্যাতিত যদি কেঁউ মানুষীগত, চারিত্রহীন ও ইসলামের বরখেলাফ হয় তাহলে মহান আল্লাহ্ তা পছন্দ করেন না।
কুরআন পাকে এই সম্পর্কে এরশাদ হচ্ছেঃ
"[1] ...يا أَيُّهَا الَّذينَ آمَنُوا لا تَأْكُلُوا أَمْوالَكُمْ بَيْنَكُمْ بِالْباطِلِ إِلاَّ أَنْ تَكُونَ تِجارَةً عَنْ تَراضٍ مِنْكُم "
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ...।
"[2]يا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلالاً طَيِّباً وَ لا تَتَّبِعُوا خُطُواتِ الشَّيْطانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبين"
হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষন কর। আর শয়তানের পদাস্কা অনুসরণ করো না। সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু।
প্রতেক আবস্থায় যা আল্লাহ্র পক্ষ হতে হালাল গণনা করা হয়েছে শরিয়তসম্মত রাস্তার মাধ্যমে অর্জন করা এবং তার ব্যয় অপচয় ব্যতীত হালাল, এবং যা শরিয়ত বিরোধী রাস্তার মাধ্যমে অর্জন করা হয় যদিওবা তা হালাল হোক, যেমন খাবার জিনিষ ও পোশাক তার ব্যয় করা হারাম এবং তা নিজের কাছে রাখাতেও পারবে না, আর যার জিনিষ তাকে ফেরত দেওয়া ফরজ।
চলবে...