বাঙ্গালী
Wednesday 27th of November 2024
1
نفر 0

পবিত্র হাদিসে দোয়া

পবিত্র হাদিসে দোয়া

বইঃ দোয়া-ই-কোমাইলের ব্যাখ্যা

লেখকঃ উস্তাদ আনসারিয়ান

মহান আল্লাহ্‌ হযরত দাউদ (আ.) কে খেতাব করলেনঃ

" ভূমি বাসীকে বলে দাওঃ কেন আমার সাথে বন্ধুত্ত কর না বন্ধুর উপযুক্ত আমি ? আমি আল্লাহ্‌ আছি যে আমি ক্রিপন নয়, আমি জ্ঞানী মূর্খ নয়, আমার ধৈর্যর সাথে দুর্বলতা নয়, আমার গুণাবলীর পরিবর্তন নাই, আমার কথার ( বানীর) পরিবর্তন নাই, আমার রহমত অনেক বেশি, মেহেরবান ও দয়া হতে ফেরব না, আদিকালে নিজের উপর রহমত লিখেছি, ভালবাসার প্রত্যাবর্তনে পুড়েছি, আমার বান্দার অন্তরকে জ্ঞানের আলো দ্বারা প্রজ্বলিত করেছি, আমি তাদের বন্ধু যারা আমার বন্ধু, আমি তাদের বন্ধু যারা রাতে একা আমার ইবাদত করে, আমি তাদের বন্ধু যে আমার সরণে অভ্যস্ত আছে।

দাউদ, যে কেউ আমাকে খুঁজবে, আমাকে পাবে, এবং যে আমাকে পাবে উপযুক্ত হচ্ছে আমাকে হারাক না।

দাউদ, নেয়ামত আমার হতে, অন্যর শোকর আদা করে ; বিপদ আপদ হতে আমি বাচায়, অন্যকে দেখে ; কিন্তু অবশেষে প্রত্যাবর্তন করবে!![1] "

এত সুন্দর পাঠ্যাংশ, ও অর্থসহ শুধুমাত্র মূল্যবান ইসলামী গ্রান্থে দেখা যায় এইরূপ পাঠ্যাংশ কুরআনের আয়াতের সাথে সম্পৃক্ত, মহান সুসংবাদ আল্লাহ্‌র পক্ষ হতে যে বান্দারা তার দয়া ও মেহেরবানে আশাবাদী হবে এবং তাদের হাজত সম্পন্য হওয়ার জন্যে আল্লাহ্‌র দরবারে হাত উঠাবে এবং যেনে নাও যে তোমাদের উদ্দেশ পোঁছানর জন্যে দোয়া আছে আর খুব কম দেখা যায় দোয়া ব্যতীত তোমাদের হাজত সম্পন হয়। সেই কারনে ইসলামী রেওয়ায়াতে বিশেষ করে আহলে বাইত পয়গাম্বার (সা.) হতে বর্ণিত রেওয়ায়াত দোয়ার জন্যে একটি বিশেষ গুরুত্ব রাখে।

হযরত মহানবী (সা.) হতে বর্ণিত হয়েছেঃ

([2] ان الدعاء هو العبادة)

অবশ্যই দোয়া হচ্ছে ইবাদাত।

আরও নবী করীম (সা.) বর্ণিত হয়েছেঃ

([3] الدعاء مخ العبادة )

দোয়া হচ্ছে ইবাদতের মস্তিষ্ক।

ইমাম বাক্বের (আ.) হতে বর্ণিতঃ

( افضل العبادة الدعاء [4] )

দোয়া হচ্ছে সর্ব উত্তম ইবাদত।



[1] - মুহাজ্জাতুল বাইযা ৮/৫৮.

[2] - মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮২, ২য় অধ্যায় ; আদ দাওয়াত ১৯, ১ম অধ্যায়, হাদিস নং ১০।

[3] - মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮২, ২য় অধ্যায় ; বিহারুল আনওয়ারঃ ৯০/৩০০, ১৬ নং অধ্যায়।

[4] - মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮৩, ২য় অধ্যায় ; ওয়াসায়েলুশ শিয়াঃ ৭/৩০, ৩য় অধ্যায়, হাদিস নং ৮৬২৫।   

1
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

বাতিল ওহাবী মতবাদ এবং তার স্বরূপ।
ইমাম মাহদী (আ.) কোথায় জন্মগ্রহণ ...
কোরআনের মুহকাম বা সুস্পষ্ট ও ...
পবিত্র কোরআনের সঙ্গে আহলে বাইতের ...
ইমাম মাহদি(আ.)'র বাবার কয়েকটি ...
আদর্শ মানব হযরত মুহাম্মদ (সা.) - ১ম ...
হযরত ঈসা (আ.) এর জন্মবার্ষিকী-২০১২
ইমাম হুসাইন (আ.)-এর জীবনী-১১তম পর্ব
যদি কেউ দাড়ি না রাখে তাহলে সে কি ...
বাংলাদেশের নিম গাছ আরাফাতের ...

 
user comment

good
پاسخ
0     0
2012-12-18 09:01:16