বইঃ দোয়া-ই-কোমাইলের ব্যাখ্যা লেখকঃ উস্তাদ আনসারিয়ান
পয়গাম্বার (সা.) বলেনঃ
« لا یَجتَمِعُ أربَعُونَ رَجُلاً فِی أمرٍ واحِدٍ إلّا استَجابَ الله تَعالی لَهُم حَتّی لَو دَعَوا عَلی جَبَلٍ لَأزالُوهُ [1]»
চল্লিশ জোন পুরুস একই কাজে, কাজ সহজ হওয়ার জন্যে দলীয় ভাবে দোয়া করে না কিন্তু এই যে মহান আল্লাহ্ তাদের দোয়াকে কবুল করবেন, যদি তারা পাহাড়ের বিরুদ্ধেও দোয়া করে তাহলে পাহাড়কেও তাদের পথ হতে সরিয়ে দিবের।
শেখ হুররা আমেলী ওয়াসায়েলুশ শিয়া গ্রান্থে রেওয়ায়াত করেছেনঃ
« إنَّ الله أوحَی إلی عیسَی (ع) یا عیسَی تَقَرَّب إلی المؤمِنینَ، وَ مُرهُم أن یَدعُونِی مَعَکَ [2]»
মহান আল্লাহ্ ঈসা (আ.) কে ওহী করেছেনঃ হে ঈসা, মোমেনীনদে মধ্যে মিশে জাও এবং তাদেরকে নির্দেশ দাও তোমার সাথে আমার দরবারে দোয়া করুক।
ইমাম সাদিক এরশাদ করেনঃ
« کانَ أبی (ع) حَزَنَهُ أمر جَمَعَ النِّساءَ و الصِّبیانَ ثُم دَعا و أمَّنوا [3]»
আমার পিতা সর্বদা এইরূপ ছিলেন, যখনি কোন কাজ উনাকে দুঃখিত ও মনঃকষ্ট দিত, মহিলা এবং শিশুদেরকে একেত্রিত করতেন, ঐ সমাই দোয়া চাইতেন এবং তারা আমীন বোলত।
[1] - মুস্তাদরেকাল ওয়াসায়েলঃ ৫/ ২৩৯, ৩৬ নং অধ্যায়, হাদিস নং ৫৭৭২ ; জামে আহাদিসে শিয়েঃ ১৯/ ৩৫৪ ;
[2] - ওয়াসায়েলুশ শিয়াঃ ৭/ ১০৪, ৩৮ নং অধ্যায়, হাদিস নং ৮৮৫৬ ; আলামুদ দীনঃ ২২৯ ;
[3] - ওয়াসায়েলুশ শিয়াঃ ৭/ ১০৫, ৩৯ নং অধ্যায়, হাদিস নং ৮৮৬০ ; ঈদ্দাতুদ দায়ীঃ ১৫৮।