বাঙ্গালী
Wednesday 27th of November 2024
0
نفر 0

নেয়ামতের অপচয় নোংরামি কাজ

নেয়ামতের অপচয় নোংরামি কাজ

লেখকঃ আয়াতুল্লাহ আনসারিয়ান

 

অপচয়কারী কুরআন মজিদের দৃষ্টিতে তাকে বলা হয় যে সম্পদ ও পদ আর কামভাব, এবং নিজের আবস্থাকে শয়তানী কাজে এবং যুক্তিসঙ্গত নয় সে বিষয়ে, সিমা লঙ্ঘন কাজ করে ।

কৃষি কাজের ফলাফল এই সম্পদ যা আল্লাহ্‌র দানকৃত সম্পর্কে এরশাদ করেন।

« وَ آتُوا حَقَّهُ يَوْمَ حَصادِهِ وَ لا تُسْرِفُوا إِنَّهُ لا يُحِبُّ الْمُسْرِفين [1]»

যাকাত হল কেবল ফকির, মিসকিন, যাকাত আদায় কারী ও যাদের চিন্তা আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস মুক্তির জন্যে ঋণ গ্রস্তদের , জন্য আল্লাহ্‌র পথে জেহাদ কারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে [2]এবং হক দান কর কর্তনের সময়ে এবং অপব্যয় করো না । নিশ্চয় তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।

যারা নিজের পদ ও পদমর্যাদা আর নিজের শক্তির মানুষের প্রতি অত্যাচার করা এবং তাদের অধিকারকে লঙ্গন করা এবং পরিবেশে নিজের সন্ত্রাসকে সৃষ্টি করা , বন্দি করা সম্পর্কে কুরআন মজিদে এরশাদ করছেনঃ

« وَ إِنَّ فِرْعَوْنَ لَعالٍ فِي الْأَرْضِ وَ إِنَّهُ لَمِنَ الْمُسْرِفين [3]»

ফেরাউন দেশময় কর্তৃত্বের শিখরে আরোহণ করেছিল। আর সে তার হাত ছেড়ে রেখেছিল।

 



[1] - সুরা আনআম আয়াত নং ১৪১।

[2] - সুরা তাওবা আয়াত নং ৬০।

[3] - সুরা ইউনুস আয়াত নং ৮৩।  

[4] - সুরা আরাফ আয়াত নং ৮১

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইমাম হুসাইন (আ.)-এর জীবনী-১১তম পর্ব
যদি কেউ দাড়ি না রাখে তাহলে সে কি ...
বাংলাদেশের নিম গাছ আরাফাতের ...
মহানবীর ওফাত দিবস এবং ইমাম হাসান ...
রাসূলুল্লাহ (সা.)-এর নবুওয়াত-পূর্ব ...
কে হযরত আলী (আ.) কে শহীদ করেছে? তার ...
আল কোরআনের অলৌকিকতা (৬ষ্ঠ পর্ব)
কবর জিয়ারত
কোরবানির ইতিহাস
পবিত্র ঈদে গাদীর

 
user comment