লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
আমিরাল মোমেনীন ( আ.) এর ভক্তকে চারজন উল্লেখ করেঃ ( উমার বিন হামাক খাযায়ী ) , ( মিসামে তাম্মার ) , ( মোহাম্মাদ বিন আবি বাকর ) এবং ( আউস কারানি ) উল্লেখ করা হয়েছে এবং হযরতের বিশেষ সাহাবি অনেক বেশি উল্লেখ করা হয়েছে তার মধ্যে ( কোমাইল বিন যিয়াদ ) উল্লেখ হয়েছে। অতঃপর বলেনঃ ( কোমাইল ) তাবেয়ীনদের বড় মধ্যে হতে ছিল যে ( হুজ্জাজ বিন ইউসুফ ) ৮৩ হিজরিতে নব্বই বৎসর বয়সে তাকে হত্যা করে।
আহলে সুন্নাত – আহলে বাইত ( আ.) এর অনুসারীদের সাথে মতভেদ থাকা সত্ত্বেও কোমাইলকে প্রত্যেক বিষয়ে বিশ্বাসী বলে পরিচিত করেছেন [1]।
( ইবনে আবিল হাদিদ ) যে মোতাযিলীদের একজন বড় উলামা হতে , ( কোমাইল ) এর সম্পর্কে বলেঃ
« کان من شیعة علی و خاصته »
কোমাইক আলীর বিশেষ শিয়াদের মধ্যে হতে ছিল ।
( জাহাবি ) কোমাইল সম্পর্কে এইরূপ বলেঃ
« شریف مطاع من کبار شیعة علیّ »[2]
কোমাইল একজন ভদ্র এবং নিজের গোত্রের সর্দার , ও আলীর অনুসারীদের মধ্যে হতে বড় এক ব্যক্তিত্ব।
চলবে...