লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
( ইবনে কাসির দামেশকী ) বলেছেঃ
« کان شجاعاً فاتکاً و زاهداً عابداً [1] »
কোমাইল একজন সাহসী ও নির্ভীক, জাহেদ ও ইবাদতকারী ছিল ।
( ইবনে আসির ) বলেঃ
کان رجلاً رکیناً ...[2] و کان خصیصاً بأمیرالمؤمنین [3]،
কোমাইল একজন সম্মানিত পুরুষ ও আমিরাল মোমেনীন ( আ.) এর বিশেষ সাহাবী ছিল।
( ইবনে সাআদ ) আত তাবাকাতের লেখক ও ( মোহাম্মাদ বিন জারির তাবারী ) তারিখে বলেনঃ
« کان شریفاً مطاعاً فی قومه [4]»
কোমাইল একজন ভদ্র এবং নিজের গোত্রের সর্দার ছিল।
( ইবনে হাজার আস্কালানি শাফিয়ী ) আল ইসাবাহতে বলেঃ
« کان شریفاً مطاعا ، ثقة، قلیل الحدیث [5]»
কোমাইল একজন ভদ্র ও সর্দার এবং বিশ্বাসী ছিল আর সামান্য হাদিস রেওয়ায়াত করেছে।
আল গারাতের লেখক কিছু রিওয়ায়াত হতে বর্ণনা করে যে কোমাইল একজন বিশ্বাসী ও শিয়াদের নেতা এবং কুফায় ইবাদতকারীদের মধ্যে ছিল ।
( কোমাইল ) এর গুণাবলির মধ্যে হতে এটাই যে আমিরাল মোমেনীন আলী ( আ.) তার সম্পর্কে অনেক মূল্যবান বক্তৃতা দিয়েছেন তার মধ্যে হতেঃ