বইঃ দোয়া-ই- কোমাইলের ব্যাখ্যা লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান।
দোয়া এবং তার কবুল হওয়ার বিষয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপুরন রেওয়ায়াত ইসলামী গ্রান্থে লিপিবদ্ধ আছে তা মধ্যে হতেঃ
ইমাম সাদিক (আ.) এরশাদ করছেনঃ
« إِنَّ العَبدَ لَیَدعُو فَیَقُولُ اللهُ عَزَّوَجَلَّ لِلمَلَکَینِ: قَدِ استَجَب لَهُ ، وَ لَکِنِ احبَسوهُ بِحاجَتَهُ ؛ فَإنِّی أُحِبُّ أن أَسمَعَ صَوتَهُ . وَ إنَّ العَبدَ لَیَدعُو فَیَقُولُ اللهُ تَبارَکَ وَ تَعالَی: عَجِّلوا لَهُ حاجَتَهُ ؛ فإِنّی اُبغِضُ صَوتَهُ !! [1]»
সত্যিই বান্দা দোয়া করবে, অতঃপর মহান আল্লাহ্ দুইটি ফেরেশতাকে বলবেনঃ আমি তার দোয়াকে কবুল কলাম, কিন্তু তার হাজতকে রাখ যাতে দোয়াকে অব্যাহত রাখুক ; কেননা আমি তার আওয়াজ শুনতে পছন্দ করি। বান্দা দোয়া করে, এবং মহান আল্লাহ্ তাআলা বলেনঃ তার দোয়া কবুল করার জন্যে তাড়াতাড়ি কর ; কেননা আমি তার আওয়াজ শুনতে ঘৃণা করি।
« عَن مَنصُور الصَّیقَل قالَ: قُلتُ لِأبِی عَبدِ اللهِ عَلَیهِ السَلَام : رُبَّما دَعا الرَّجُلُ بِالدُّعاءِ فَاستُجیبَ لَهُ ثُمّ أُخِّرَ ذَلکَ إلی حینٍ . قالَ: فَقالَ: نَعَم . قُلتُ: وَ لِمَ ذَاکَ لِیَزدَادَ مِنَ الدُّعاءِ ؟ قالَ: نَعَم . [2]»
মানসুরে সাইকাল হতে বর্ণিতঃ ইমাম সাদিক (আ.) উপস্থাপন করলামঃ এক পুরুষ দোয়া করে এবং দোয়া কবুল হয়, অতঃপর কিছুক্ষণ তার দোয়া কবুল হওয়ায় দেরি হয়ে যায়, বললেনঃ হ্যাঁ। বললাম কিসের জন্যে , এই কারনে যে বেশি করে দোয়া করুক ? বল্লেনঃ হ্যাঁ।