বইঃ দোয়া-ই- কোমাইলের ব্যাখ্যা
লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
হে কোমাইল , খাওয়ার সমাই , (بسم الله ) বল কেননা তা দ্বারা কোন কিছু ক্ষতি হবে না এবং আল্লাহ্র নাম সমস্ত ব্যাথার ঐষুধ ।
হে কোমাইল , খাওয়া খাওয়ার সমায় , কাওকে তোমার সাথে শরীক কর এবং কৃপণতা করোনা ; কেননা তুমি মানুষকে রিযক দান করনি এবং আল্লাহ্ তোমার এই কাজে অনেক সাওয়াব দান করবেন। নিজের চরিত্রকে তার সাথে ( যে তোমার সাথে খাওয়া খায় ) ভাল কর । খোলামেলা তার সাথে কথা বল এবং তোমার খেদমত কারিকে অপবাদ দিওনা ও তার সাথে রুক্ষতা ভাবে কথা বলোনা।
হে কোমাইল , যখন খাওয়া শুরু করবা , তোমার খাওয়াকে অনেক দৃঢ় কর যাতে করে যে তোমার সাথে খাওয়া খাচ্ছে সে সঠিক ভাবে নিজের খাওয়া খেতে পারে। ( এবং অনন্যরাও নিজের খাদ্য ও রিযক কে ব্যাবহার করতে পারে )।
হে কোমাইল , যখন খাওয়া শেষ হবে , মহান আল্লাহ্ যে তোমাকে রিযক দান করাছেন তার শোকর আদায় কর , উচ্চ শ্বরে শোকর আদায় কর যাতে করে অন্যরাও শোকর আদায় করে এই ভাবেই তোমার সাওয়াব বেশি হোক ।