লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আন্সারিয়ান
হুসাইন বিন আবি আলা বলেন: ইমাম জাফর সাদিক(আ.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন:
الكِبْرُ قَدْ يَكُونُ فِى شِرارِ النّاسِ مِنْ كُلِّ جِنْس وَالْكِبْرُ رِداءُ اللهِ فَمَنْ نَازَعَ اللهَ عَزَّ وَجَلَّ رِدَاءَهُ لَمْ يَزِدْهُ اللهُ اِلاَّ سَفالا . . .
সর্বাপেক্ষা নিকৃষ্ট মানুষরা অহংকার করে তাই সে যে ধরণের (মহিলা বা পুরুষ)মানুষই হোক না কেন। অহংকার একমাত্র আল্লাহর জন্য উপযুক্ত। যদি কেউ মহান আল্লাহর সাথে অহংকার করতে চায় আল্লাহ তার অপমান ও লাঞ্ছনা বৃদ্ধি করে দেন।[1]
ইমাম বাকের(আ.) বলেছেন:
اِنَّ فِى السَّماءِ مَلَكَيْنِ مُوَكَّلَيْنِ بِالعِبادِ فَمَنْ تَواضَعَ للهِِ رَفَعاهُ وَمَنْ تَكَبَّرَ وَضَعاهُ
নি:সন্দেহে আসমানে দুই জন ফেরেশতা রয়েছে যারা মানুষের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে। যারা বিনয় ও নম্রতা প্রদর্শন করে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন আর যারা অহংকার করে মহান আল্লাহ তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করেন।[2]