লেখকঃ আয়াতুল্লাহ আনসারিয়ান
আহলে বাইত (আ.) এর রেওয়ায়াতে এসেছে শাবে (রাত)জুম্মা দোয়ার জন্যে উত্তম ও উপযুক্ত রাত সমূহ হতে মনে করেন এবং শাবে জুম্মার এত গুরুত্ব ও মহৎ যে শাবে ক্বাদরের রাত্রের সাথে তুলনা করা হয়।
দিনের জ্ঞানী ব্যাক্তিগণ ও আধ্যাত্মিকগণ ও মোমেনিন বলেনঃ যদি সম্ভব হয় তাহলে শাবে জুম্মাকে নামায ও দোয়া, যিকর ও ইস্তেগফারে সকাল কর, তার সম্পাদনে কোন প্রকার অলসতা কোর না ; কেননা মহান আল্লাহ্ , মোমেনিনদের মাহাত্ম্যকে বাড়ানোর জন্যে , ফেরেশতাদেরকে শাবে জুমায় প্রথম আকাসে প্রেরণ করেন , যাতে তাদের নেক আমলকে বৃদ্ধি করতে পারেন , এবং তাদের গুনাহ সমূহকে শেষ করতে পারেন ।
বিশ্বস্ত হাদিসে, ইমাম হযরত সাদিক (আ.) হতে বর্ণিত হয়েছেঃ
অনেক মোমেনিন হাজতের জন্যে দোয়া করেন এবং মহান আল্লাহ্ তার হাজতকে পিছিয়ে দেন , যাতে করে শুক্রবার তার হাজতকে অনুমোদন করবেন [1]।
আরও ইয়াকুব নবীর (আ.) কথার ব্যাখ্যায় যে উনার সন্তানদের দরখাস্তর যা আল্লাহ্র নিকত হতে ক্ষমার উত্তরে বলেনঃ
« سَوْفَ أَسْتَغْفِرُ لَكُمْ رَبِّي [2]»
ইমাম সাদিক (আ.) এরশাদ করছেনঃ
ইয়াকুব (আ.) ইস্তাগফারকে শাবে জুম্মার সুভে সাদিক পর্যন্ত পিছিয়ে দিতেন [3]।
[1] - .« إنَّ العَبدَ لَیَدعُو فَیُوَخِّرُ اللهُ حَاجَتَهُ إِلَی یَومِ الجُمُعَةِ » আদদাওয়াতঃ ৩৫ , হাদিস নং ৮৩ ; বিহারুল আনোয়ারঃ ৮৬/ ২৭৩ , ২য় অধ্যায় , হাদিস নং ১৭।
[2] - সত্বরই আমি পালনকর্তার কাছে তোমাদের জন্যে ক্ষমা চাইব । সুরা ইউসুফ আয়াত নং ৯৮।
[3] - « أَخَّرَهَا إِلَی السَّحَرِ لَیلَةَ الجُمُعَةُ » মান লা ইয়াহযারুল ফাকিহঃ ১/ ৪২২ , হাদিস নং ১২৪২ ; বিহারুল আনোয়ারঃ ৮৬/ ২৭১ , হাদিস নং ১৩।