আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ১৭ই রবিউল আওয়াল; পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) এবং মহানবি (স.) এর বংশধারার ষষ্ঠ ইমাম হযরত জাফার সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী। পবিত্র এ দিবস উপলক্ষে ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারে বিশেষ আলোচনা সভা ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর স্বাগত বক্তব্য রাখবেন এ্যাক্টিং কালচারাল কাউন্সেলর জনাব আসগার খোসরাবাদি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল মোকাররমের খতিব প্রফে. মাওলানা মোহাম্মাদ সালাহুদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত ড. রেজা আব্বাস ওয়ায়েজি দেহনাভি।
প্রধান অতিথির আসন অলংকৃত করবেন ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আগত বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. জাভাদ মাযলুমি। সভাপতিত্ব করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মাদ আলী আলীরেজায়ী, রিপ্রেজেন্টেটিভ, আল-মোস্তাফা (সা.) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বাংলাদেশ ব্রাঞ্চ)।
পবিত্র এ দিবস উপলক্ষে বার্তা সংস্থা আবনা'র পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমানদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
source : www.abna.ir