বাঙ্গালী
Sunday 28th of April 2024
0
نفر 0

পবিত্র গাদীর দিবসের মুস্তাহাব আমলসমূহ

বরকতময় এ দিনটিতে বেশ কিছু আমল বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে।
পবিত্র গাদীর দিবসের মুস্তাহাব আমলসমূহ

বরকতময় এ দিনটিতে বেশ কিছু আমল বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: মহানবী (স.) ১০ম হিজরীর এ দিনে বিদায় হজ্জ থেকে ফেরার পথে নিজের স্থলাভিষিক্ত নির্ধারণ করেছিলেন এ কারণে মুসলমানদের জন্য এ দিনটি অন্যান্য ঈদ অপেক্ষা কম গুরুত্ববহ নয়। বরকতময় এ দিনটিতে বেশ কিছু আমল বিভিন্ন রেওয়াতের মাধ্যমে আমাদের হস্তগত হয়েছে সেগুলো নিম্নে উল্লেখ করা হল:

(১) রোজা রাখা; যা ৬০ বছরের গুনাহের কাফফারা’র সমতুল্য।

(২) গোসল করা।

(৩) যেয়ারতে আমিরুল মু’মিনীন (আ.) পাঠ করা।

(৪) দুই রাকাত নামায আদায় করা। নামাযের নিয়ম: মুস্তাহাব হল গাদীরের দিনে যোহরের পূর্বে দুই রাকাত নামায আদায় করা। উভয় রাকাতেই সূরা হামদের পর ১০ বার করে সুরা তাওহিদ (ইখলাস), সূরা ক্বদর ও আয়াতুল কুরসী পাঠ করা।

(৫) দোয়ায়ে নুদবাহ পাঠ করা।

(৬) মু’মিন ভাইদের সাথে সাক্ষাতের সময় নিম্নোক্ত দোয়া পাঠ করা:

আলহামদু লিল্লাহিললাযী জায়ালানা মিনাল মুতামাসসিকীনা বিবিলায়াতি আমিরিল মু’মিনীন ওয়াল আইম্মাতি আলাইহিমুস সালাম। (অর্থাৎ প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে বেলায়েতে আলী ইবনে আবি তালিব ও নিষ্পাপ ইমামগণ (আলাইহিমুস সালাম) এর অনুসারীদের অন্তর্ভুক্ত করেছেন।

(৭) সুন্দর পোশাক পরিধান করা।

(৮) নিজে আনন্দিত থাকা এবং অপরকে আনন্দিত করা।

(৯) অন্যকে ক্ষমা করে দেয়া।

(১০) প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাক্ষাতে যাওয়া ও তাদের খোঁজ খবর নেয়া।

(১১) উপহার দেয়া।

(১২) মানুষের সমস্যাদি দূর করা।

(১৩) মু’মিন ভাই ও বন্ধুদের সাথে সাক্ষাত করা।

(১৪) মহানবী (স.) এবং তাঁর বংশধর (আলাইহিমুস সালাম)-এর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাওয়াত পাঠ করা।

(১৫) সুগন্ধী ব্যবহার করা।

(১৬) সদকা দেয়া।


source : abna
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

নবী পরিবারের বন্দীদের তেজোদৃপ্ত ...
ইমাম হুসাইন (আ.) উত্তম আদর্শের ...
আশুরা বিপ্লবে নারীর গৌরবোজ্জ্বল ...
'খ্রিস্টানরা চির-বিলুপ্ত হতো ...
হোসাইনী আন্দোলনের প্রচার ...
ফাদাক সম্পর্কে “প্রথম খলিফার ...
হযরত ফাতেমা (সা.আ.)
আশুরা বিপ্লবে নারীর গৌরবোজ্জ্বল ...
ইমাম রেযা (আ.)এর শাহাদাত বার্ষিকী
হযরত ফাতেমা (সা.আ.)

 
user comment