আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইমাম মাহদি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়েছে আহলে বাইত (আ.) এর অনুসারীদের বিভিন্ন কেন্দ্রে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে গ্রামে পালিত হয়েছে ইমাম মাহদি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী। রাজধানী ঢাকার মিরপুর ও মুহাম্মাদপুরসহ বিভিন্ন ইমামবাড়িতে এ দিবস উপলক্ষে আনন্দ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আহলে বাইত (আ.) এর অনুসারীদের বিভিন্ন কেন্দ্রে পালিত হয়েছে এ দিবস। কুরআন তেলাওয়াত, দোয়ায়ে ইমামে যামানা পাঠ, কাসিদা ও ইসলামি সঙ্গিত পরিবেশন, বক্তৃতা, আপ্যায়ন, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকে এসব অনুষ্ঠান।
এরপর পবিত্র শবে বরাত উপলক্ষে শব বিদারি’র (রাত্রি জাগরণ) আয়োজন করা হয় এ সকল কেন্দ্রগুলোতে। ধর্মপ্রাণ আহলে বাইত (আ.) এর অনুসারীরা সারারাত জেগে নামায, দোয়া, কুরআন তেলাওয়াত ও বিভিন্ন আমলের মাধ্যমে মহান আল্লাহর ইবাদত-বন্দেগীতে মশগুল থাকে। এরপর ফজরের নামাযান্তে মুসলিম বিশ্বের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মাগফেরাত এবং ইমামে যামানার আবির্ভাবের জন্য দোয়া করে এ শব বিদারি শেষ হয়।
১৫ই শাবান হযরত ইমাম মাহদি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আহলে বাইত (আ.) এর সকল অনুসারীদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।#
source : abna