আবনা ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রকাশিত ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো আবারো বিতর্কিত কার্টুন ছেপেছে। মাগাজিনটির কার্যালয়ে সশস্ত্র হামলা ও ১২ জন সাংবাদিক ও কর্মচারি নিহতের বার্ষিকী উপলক্ষে শার্লি এবদো কর্তৃপক্ষে এবার দশ লাখ কপি ছেপেছে।
ম্যাগাজিনের বিশেষ সংখ্যার প্রচ্ছদে আঁকা কার্টুনে ঈশ্বর বা খোদার প্রতীক হিসেবে দাঁড়িযুক্ত এক ব্যক্তিকে দেখানো হয়েছে যার কাঁধে কালাশনিকভ রাইফেল ঝোলানো। তার কাপড়-চোপড়ে রয়েছে রক্তের দাগ। কার্টুনের টেক্সট হিসেবে লেখা হয়েছে- “এক বছর পূরণ হলো: ধরাছোঁয়ার বাইরে খুনিরা।” ব্রিটেনের ডেইলি গার্ডিয়ান এবং রাশিয়ার আরটি-সহ বহু গণমাধ্যম এ খবর দিয়েছে।
এদিকে, শার্লি এবদোর এ বিতর্কিত কার্টুনের প্রতিবাদ জানিয়েছে ভ্যাটিকান। খ্রিস্টান সম্প্রদায়ের পোপ ফ্রান্সিসের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, এ ধরনের কার্টুন ধর্মে বিশ্বাসী সবাইকে আঘাত দেবে এবং নতুন করে ধর্মীয় উত্তেজনা ছড়াতে পারে।
গত বছর শার্লি এবদো মহানবী (স)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক ও বিতর্কিত কার্টুন ছাপানোর পর দুই ব্যক্তি ম্যাগাজিনের কার্যালয়ে হামলা চালায় এবং পত্রিকার স্টাফসহ ১২ জন নিহত হয়। এ ঘটনাকে পুঁজি করে ম্যাগাজিনটি পরের সংখ্যা বহুগুণ বেশি ছাপে এবং অর্থিক দিকে দিয়ে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা পায়। ম্যাগাজিনটি ব্যঙ্গ করার নামে প্রায় সময়ই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কার্টুন চাপে যা সাংবাদিকতার নীতিমালার একদম পরিপন্থি।#
source : abna24