আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গত শুক্রবার (৮ এপ্রিল) ইরাকি গণমাধ্যম মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় এক নেতার শিয়া মাযহাব গ্রহণ করার তথ্য প্রকাশ করেছে।
ঐ প্রতিবেদনের ভিত্তিতে, মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা ‘মিসবাহ আর-রাদিনি’ তার কারবালা সফর ও ইমাম হুসাইন (আ.) মাজার যেয়ারতে শিয়া মাযহাব গ্রহণ করেছেন।
প্রকাশিত সংবাদের ভিত্তিতে, ‘মিসবাহ আর-রাদিনি’ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসে’র (আইইউএমএস) একজন নেতা। তিনি গত বুধবার আনুষ্ঠানিকভাবে শিয়া মাযহাবকে গ্রহণ করেছেন।
ইমাম হুসাইন (আ.) এর মাজারের পেশ ইমাম ও কারবালার বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মুর্ত্তাজা কাযভিনী’র উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।
ইমাম হুসাইন (আ.) এর মাজার সংলগ্ন নির্ধারিত স্থানে জামাতের সাথে নামায আদায়ের পর তিনি মিম্বরে বসে যায়েরদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।
উল্লেখ্য, কাতারের বসবাসরত মিশরীয় বংশোদ্ভূত মুফতি, মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক পিতা এবং মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসী’র আধ্যাত্মিক নেতাদের একজন ইউসুফ কারদ্বাভী’র সহকর্মী ছিলেন জনাব আর-রাদিনি।#