দয়া করে অপেক্ষা করুন

সৌদি আরবে ৪ শিয়া মুসলিমের শিরোচ্ছেদ (ছবি)

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগে, চার সৌদি নাগরিকের শিরোচ্ছেদ করার তথ্য প্রকাশ করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগে, চার সৌদি নাগরিকের শিরোচ্ছেদ করার তথ্য প্রকাশ করেছে।

হতভাগ্য ঐ ব্যক্তিরা দেশের পূর্বাঞ্চলীয় এলাকার শিয়া মুসলিম। তাদেরকে বিভিন্ন অভিযোগে শিরোচ্ছেদ করা হয়েছে।

ঐ সকল ব্যক্তিরা হলেন, আমজাদ নাজি আলে মুয়াইবাদ, যাহের আব্দুর রহিম আল-বাসরি, ইউসুফ আলী আল-মুশাইখিস ও মুহাম্মাদ হাসান আস-সায়েগ।

গতকালও (সোমবার, ১০ জুলাই) সৌদি আরবে ৫ সৌদি ও ১ পাকিস্তানি নাগরিকের শিরোচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে।

ফরাসী বার্তা সংস্থা’র পরিসংখ্যানের ভিত্তিতে ২০১৬ সালে সৌদি আরবে ১৫৩ জনের শিরোচ্ছেদ করা হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো শিয়া অধ্যুষিত। ২০১১ সাল থেকে চাকরির ক্ষেত্রে বৈষম্য প্রত্যাহার ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে স্বাধীনতা প্রদানের দাবীতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে এ সকল এলাকার মুসলিম জনতা। সাধারণ জনগণের শান্তিপূর্ণ মিছিলে বহুবার হামলা চালিয়ে বহু লোককে আটক ও হত্যা করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এছাড়া এ সকল হামলায় আহত হয়েছে বহু নিরাপরাধ মানুষ।#

ট্যাগ :
ব্যবহারকারীদের মতামত (0)
মতামত পাঠান