বইঃ তাওবা আগোশে রেহমাত
লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
মহান আল্লাহ্র অশেষ কৃপা নিজের ভালোবাস, দয়া ও মেহেরবান, যিনি মানুষকে সমস্ত নেয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন যা অন্যান্য সৃষ্টিকুলকে দান করেননি, এমন কি নিকটবর্তী ফেরেশতাকে ও এই নেয়ামতের অধিকারী করেননি।
আল্লাহ্র নেয়ামত সমূহ মানুষের জিবনে এমন ভাবে আছে যদি মহান আল্লাহ্র নির্দেশ অনুযায়ী ব্যাবহার হয় তাহলে এটা শরীর এবং আত্মাকে প্রবৃদ্ধি করবে এবং মানুষের ইহকাল ও পরকালের সুখের ব্যবস্থা করবে।
পবিত্র কুরআনে নেয়ামত সম্পর্কে ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেঃ
১। নিয়ামতের পর্যাপ্ত ও বিস্তারিত করা।
২। নেয়ামতের অর্জনের পথ।
৩। নেয়ামতের প্রতি মনোযোগ দেওয়া ।
৪। নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা।
৫। নেয়ামতের অকৃতজ্ঞতা হতে বিরত থাকা।
৬। নেয়ামতের অসংখ্য পরিমাণ হওয়া।
৭। নেয়ামতের মর্যাদাকে বুঝা।
৮। নেয়ামতের অপচয় বিশ্রী কাজ।
৯। নেয়ামত খরজ করায় কৃপণাটা করা।
১০। নেয়ামতের হাত ছড়া হওয়ার কারন।
১১। নেয়ামত সম্পূর্ণ হওয়া।
১২। সঠিক স্থানে নেয়ামতের ব্যায় করার পুরুস্কার।
এই মহৎ অর্থ এবং গুরুত্বপূর্ণ বারটি বিষয়ের প্রতি পবিত্র কুরআনের আয়াত সমূহে দৃষ্টিপাত করা অনেক প্রয়োজন।
চলবে…