লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
কুরআন মজিদের পরিস্কার আয়াত আছে , সূরা ইসরা আয়াত নং ৮৩ , কেসাস আয়াত নং ৭৬ – ৭৯ পর্যন্ত , আল ফজর আয়াত নং ১৭ – ২০ পর্যন্ত এবং লাইল আয়াত নং ৮ – ১০ পর্যন্ত ব্যবহার হয় যা নিম্নের কাজ সমূহর কারনে নেয়ামত শেষ হয়ে যায় , ও দারিদ্র্য ও অভাব , জীবনযাত্রার টানাটানি ও হীনতা ও অপমান হওয়াঃ
নেয়ামতে ডুবে যাওয়া , গাফলতি করা , নেয়ামত দানকারীকে ভুলে যাওয়া , এক কোথায় হক থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং আল্লাহ্র নির্দেশকে অমান্য করা এবং তার প্রতি অহংকার করা আল্লাহ্র ও কুরআন, নবুয়াত ও ইমামতের বরাবরে নিষ্ঠুর ভাবে রুখে দারানো । এর অর্থ নিম্নে আয়াত দ্বারা ব্যাবহার হয়ঃ
« وَ إِذا أَنْعَمْنا عَلَى الْإِنْسانِ أَعْرَضَ وَ نَأى بِجانِبِهِ وَ إِذا مَسَّهُ الشَّرُّ كانَ يَؤُسا [1]»
নেয়ামতের প্রতি অহংকার করা , সম্পদ দ্বারা আনন্দ ও উল্লাস করা , এবং নেয়ামতকে সঠিক পথে ব্যয় করে আখেরাতের আমলকে বৃদ্ধি করায় গাফলতি করা , নেকী এবং এহসান করায় কৃপণতা করা , নেয়ামতের সাহায্য পাপ ও অত্যাচার করা , জ্ঞান ও দূরদৃষ্টি আর ধোঁকার মাধ্যমে নেয়ামতকে অর্জন করার চিন্তা ভাবনা করা , মানুষের সামনে ধনসম্পদ ও অলঙ্কারের গৌরব করা এই সমস্ত কাজ ও বিষয়াদি সূরা কেসাসের ৭৬ থেকে ৮৩ নং আয়াত পর্যন্ত ব্যাবহার হয়।