বইঃ দোয়াই কোমাইলের ব্যাখ্যা লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
আম্বিয়া, যে জ্ঞান, বুদ্ধি, অন্তর্দৃষ্টি ও কেরামতের দিক দিয়ে সকল মানুষের চাইতে উরধে এবং তাদের জীবন ও অন্তর সব জীবন ও অন্তর হতে নূরানি ও উজ্জল আছে উনারা ভবিষ্যতের জ্ঞান রাখেন এবং বাস্তবকে যেমন আছে ঠিক সেই রুপ জানেন, জীবন এবং অন্তরকে দোয়ার সাথে সম্পর্কিত ছিল এবং এ ছারাও উনারা এই বিষয়ে অটল ছিলেন, তার সাথে জরিত ছিকেন এমন কোন দিন ও রাত ছিল না যা উনারা নিজের বয়সের কিছু সমায় দোয়াই অতিবাহিত করেননি এবং দোয়ার মাধ্যমে নিজের সৃষ্টিকর্তার নিকটে উপস্তিত হয়নি।
উনারা দোয়াকে জীবনের বেড়ে উঠার মূল মনে করেন, অন্তর পরিস্কার করে, এবং বাতিন হতে মইলা আবর্জনাকে (গুনাহ) দূর করে, মানুষের জীবনের বিচ্ছিন্নভাবে অসন্তোষকে পরিস্কার পরিচ্ছন্ন করে এবং সকল সমস্যার সমাধান মনে করেন ও বিশ্বাস রাখতেন যে কেউ আল্লাহ্র দরবার হতে নিজের উদ্দেশ পর্যন্ত না পোঁছা পর্যন্ত ফিরত না। এই কারণে দোয়া কবুল করায় মোমিন ছিলেন এবং এই সম্পর্কে কোন প্রকার দ্বিধা-সংকোচ ও সন্দেহকে নিজের অন্তরে স্থান দেননি এবং সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ্র দরবারে নম্র বিনয় ভাবে চাইতেন এবং নিশ্চিত ছিলেন যে অভাবগ্রস্ত দোয়া পরম করুণাময় আল্লাহ্র দরবারে গ্রহণ হবে।
কুরআন পাকে এই হাকিকাতকে নিজের প্রবিত্র ভাষায় এবং হযরত ইব্রাহীম (আ.) এর ঘটনাকে বর্ণনা করছেনঃ
"[1] الْحَمْدُ لِلَّهِ الَّذي وَهَبَ لي عَلَى الْكِبَرِ إِسْماعيلَ وَ إِسْحاقَ إِنَّ رَبِّي لَسَميعُ الدُّعاء "
সমস্ত প্রশংসা আল্লাহ্রই, যিনি আমাকে এই বার্ধক্যে ইসমাঈল ও ইসহাক দান করেছেন নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবন করেন ।
চলবে...