লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
খাওয়া ও পান করা, পোশাক পড়া ও লাভবান হওয়া এবং প্রত্যেক নেয়ামত দ্বারা উপকারিত হওয়া কোন চিন্তা ব্যতীত যে এই নেয়ামত কার নির্দেশে সৃষ্টি হয়েছে? কি ভাবে সৃষ্টি হয়েছে?
কিসের জন্য মানুষের জীবনে স্থাপিত করা হয়েছে ? কি কারনে স্বাদ, রং ও ঘ্রাণ করা এবং তা উপলব্দধি করার শক্তি দান করেছেন সারমর্ম কোন চিন্তা ব্যতীত এক টুকরো রুটি, অথবা এক টুকরা কাপুর, অথবা চাষা বাদী করার জন্য প্রস্তুত জমি, ইয়া উত্তাপ্ত ঝর্না, প্রবাহিত নদী, উপকারিত গাছ দ্বারা জঙ্গল, অথবা কয়েক মিলিউন অথবা মিলিয়ারদ কারনে সৃষ্টি হয়েছে যা দ্বারা মানুষের বাড়ী প্রতিষ্ঠিত হতে পারে? পশু, অসচেতন ও অজ্ঞদের কাজ আছে।
জ্ঞানীব্যক্তিরা যে সমস্ত নেয়ামত তাদের এখতিয়ারে আছে তা জ্ঞান এবং অন্তরের আলো দ্বারা চিন্তা করে যাতে করে নেয়ামত দানকারীকে তার নেয়ামতের সাথে অনুভব পারে, এবং নেয়ামতের উপকারিতাও পেয়ে জাবে ও ঠিক তদ্ররুপ যে ভাবে নেয়ামত দানকারীকে চেয়েছেন ব্যবহার করবে।
কুরআন মানুষের হেদায়াতের জন্য যার কারনে আল্লাহ্র নেয়ামতের প্রতি ইশারা করছেনঃ
"[1] يا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خالِقٍ غَيْرُ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّماءِ وَ الْأَرْضِ لا إِلهَ إِلاَّ هُوَ فَأَنَّى تُؤْفَكُون "
হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ্ ব্যতীত এমন কোন স্রস্টা আছে কি, যে তোমাদেরকে আসমান অ যমীন থেকে রিযিক দান করে? তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোঁথায় ফিরে যাচ্ছ?
হ্যা সমস্ত নেয়ামতের যে উপকারীতা আছে আল্লাহ্র এক হওয়ার দলিল, এবং তওহীদে যাতের দলিল এবং সহজ পথ আল্লাহ্কে চিনার।
চলবে...