লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
কিছু সংখ্যক মানুষ মনে করেন শোকরের অর্থ এই যে আল্লাহ্র সমস্ত শেষে নূরানি বাক্য আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন কে মুখে উচ্চারণ করা, যদিওবা এই সমস্ত নেয়ামতে মাদ্দি ও মানায়ু, যুক্তিসঙ্গত নায় যে শুধু মাত্র ফার্সি ভাষাই একটা শব্দ অথবা আরাবি ভাষাই একটা ব্যাক উচ্চারণ করলে প্রকৃত শোকরের বাস্তবায়ন হয়ে যাবে।
শোকর অবশ্যই যথাযথ আল্লাহ্র পদমর্যাদা এবং নেয়ামতের সাথে হোক, এবং এর অর্থ এক শৃঙ্খলা অংশ সাথে কথা (ভাষণ), কাজ ও বর্তমান অবস্থা প্রকাশ করে না।
ইহা কি সম্ভব শুধু আল্লাহ্র শোকর অথবা আলহামদু লিল্লাহ, এই সমস্ত নেয়ামত এবং আল্লাহ্র অশেষ কৃপা শোকর কারী গণনা হবে?
নেয়ামত, শরীর ও তার অংশ যেমন কান চোখ, জিহ্বা, হাত, পেট, কামভাব, পা, অন্তর, রগ হাড্ডি ও স্নায়ু, এবং নেয়ামত সমূহ যেমন খাদ্য সমূহ, কাপুর, গন্ধ নেওয়া, এবং প্রকৃত সুন্দর দৃশ সমূহ যেমন পাহাড় সমুহ, মরুভূমি, বন ও জংগল ও নদী নালা সমূহ, ঝর্ণা, এবং বিভিন্ন ফল ও শস্যদানা, শাক সবজী ও আরও মিলিয়ন নেয়ামত যা মানুসের জীবন যাপনে তা হতে উপকারিত হয় কি শুধু মাত্র একটি বাক্য আলহামদু লিল্লাহ বললে শোকরের মহত্ত্ব বাস্তবায়ন হয়ে যাবে? ইসলাম ও ঈমান, হেদায়াত ও ওলায়াত, জ্ঞান ও হিকমত, সুস্বাস্থ্য ও সুস্থতা, প্রবিত্র ও প্রবিত্রতা, পরিতৃপ্তি ও অনুগত্য, ভালো বাসা ও এবাদাত এই সমস্ত নেয়ামত সমূহে শুধু মাত্র আল্লাহ্র শোকর বলে বান্দা পারবে আল্লাহ্র কৃতজ্ঞতা প্রকাশ করতে?!
চলবে...