বাঙ্গালী
Wednesday 1st of May 2024
0
نفر 0

নিরাশ ও হতাশ হওয়া কাফেরদের গুণাবলি ২য় পর্ব

নিরাশ ও হতাশ হওয়া কাফেরদের গুণাবলি ২য় পর্ব

লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান।

ইমাম সাদিক (আ.) এরশাদ করছেনঃ

« الیَأسُ مِن رَوحِ اللهِ أشدُّ بَرداً مِنَ الزَّمهَریرِ [1]»

ঠাণ্ডার নিরাশ আল্লাহ্‌র রহমত হতে, অনেক ঠাণ্ডার চাইতেও বেশি শীতল আছে

ইসলামি জ্ঞান ও রেওয়ায়াতের মধ্যে, আল্লাহ্‌র রহমত হতে নিরাশ ও হতাশ হওয়া কে গুনাহে কাবিরাহ বলে উল্লেখ করা হয়েছে, এবং আল্লাহ্‌র রহমত হতে নিরাশ কারিদের জন্যে আজাবের অঙ্গীকার করা হয়েছে।

দোয়া কারী যদি তার দোয়া তাড়া তাড়ি কবুল না হয় জাতে নিরাশ হতাশ হোক না। আয়াত ও রেওয়ায়াতের অনুযায়ী, দোয়া কবুল না হওয়াই কল্যাণ আছে অথবা সম্ভবত দোয়া কবুলের সমায় এখনো হয়নি এবং সম্ভব আছে দোয়া আর মোনাজাতকে অব্যাহত রাখবে, দোয়া কবুল হয়া থেকে বিরত আছে, অথবা চায়ছেন যে তার ভাগ্যয় সর্বদা মুনাফা হোক, এবং তার দোয়া কবুল সমায় কেয়ামতে হবে।

প্রত্যেক অবস্থায় আল্লাহ্‌ হতে নিরাশ হওয়া, কোন অবস্থায়, বিবেক ও শরিয়াত, চরিত্র আর মানুষিক নয়, এবং মোমিন কখনো আল্লাহ্‌ হতে নিরাশ হয় না ও মন ঠাণ্ডা আর হতাশকে নিজের মধ্যে স্থান দেয় না।



[1] - আল খেসালঃ ২/ ৩৪৮, হাদিস নং ২১ ; মুস্তাদরেকুল ওয়াসায়েলঃ ১২/ ৫৭, ৬৪ নং অধ্যায়, হাদিস নং ১৩৫০৭।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইমামীয়া জাফরী মাজহাব-পর্ব-৩
কোরআনের আলো অনির্বাণ
খোদার অস্তিত্বের প্রমাণসমূহ
শা’বান : রামাযানের প্রস্তুতির মাস
শিয়া মুসলমানরা কত ওয়াক্ত নামাজ ...
শিয়া-সূন্নীর মধ্যে পার্থক্য কি?
ইসলাম এবং আধ্যাত্মিকতা
কারবালা থেকে পশ্চিম তীর-জাগো ...
মিথ্যা কথা বলা
অপবাদ : যা ব্যক্তিত্ব বিনাশ করে

 
user comment