লেখকঃ আয়াতুল্লাহ আনসারিয়ান
দোয়া কারী, যদি চায় তার দোয়া কবুল হোক, জরুরী হচ্ছে, দোয়া চাওয়ার পূর্বে কিছু শর্ত মানতে হবে। এই শর্ত আহলে বাইত (আ.) হতে বর্ণিত গুরুত্বপূর্ণ গ্রন্থে উল্লেখ হয়েছে যেমন আল কাফী, মুহাজ্জতুল বাইযা, ওয়াসায়েলুশ শিয়া এবং জামে আহাদিসে শিয়া ও ইত্যাদি লিপিবদ্ধ হয়েছে।
দোয়ার শর্ত কোন বিবরণ ও ব্যাখ্যা ব্যাতীতঃ শরীয়ত অনুযায়ী পবিত্র হতে হবে যেমনঃ ওযু, গোসল ও তায়াম্মুম। মানুষের হক হতে পাক হতে হবে, এখলাস, দোয়ার ব্যাককে সথিক পাঠ করা, তার ইনকাম হালাল হতে হবে, একে অপরের সাথে ভাল ব্যবহার হতে হবে, দোয়ার পূর্বে সাদকা দিতে হবে, আল্লাহর ভক্ত হতে হবে, গুনাহ হতে দূরে থাকা, আমলের সংশোধন করতে হবে, ভোরের সমায় দোয়া চায়তে হবে, নামাযে ওতরের সমায় দোয়া করতে হবে, দোয়া ফজরে সাদিকের সমায়, সূর্য উঠার সমায় চায়তে হবে, বুধবারে যোহর ও আসরের মাঝে এবং দোয়ার পূর্বে দুরুদ শরীফ পাঠ করতে হবে।[1]