লেখকঃ আয়াতুল্লাহ আনসারিয়ান
হযরত ইমাম বাকির (আ.) এরশাদ করেনঃ
মহান আল্লাহ্ প্রতেক শবে জুম্মা ফেরেশতাকে নির্দেশ দেন রাত্রের শুরু থেকে শেষ রাত্রি পর্যন্ত আল্লাহ্র পক্ষ হতে ডাক দিকঃ কি কোন মোমিন আছে ফজরের সমায় হওয়ার পূর্বে আমাকে ইহকাল এবং পরকালের জন্যে ডাকবে যাতে আমি তার দোয়া কবুল করতে পারি ? কি কোন মোমিন আছে ফজরের সমায় হওয়ার পূর্বে তওবা করুক যাতে তার তওবা আমি কবুল করি ? কি কোন মোমিন আছে যে আমি তার রিযক কম করেছি এবং আমার থেকে চাই ফজরের সমায় হওয়ার পূর্বে তার রিযক বেশী করি , অতঃপর তার রিযক প্রচুর করব ? কি কোন অসুস্থ মোমিন আছে যে আমার হতে দরখাস্ত করুক , ফজরের সমায় হওয়ার পূর্বে তাকে সুস্থ করব , যাতে তাকে সুস্থতা দান করি ? কি কোন বন্দি দুঃখিত মোমিন আছে যে ফজরের সমায় হওয়ার পূর্বে আমার হতে আগ্রহ করুক তাকে জেলখানা হতে মুক্তি করব এবং তার দুঃখকে উৎখাত করব , যাতে তার দোয়াকে কবুল করব ? কি কোন অসহায় মোমিন আছে যে ফজরের সমায় হওয়ার পূর্বে আমার থেকে আগ্রহ করুক অত্যাচারীর, অত্যাচারের বাধা দেওয়া জন্যে এবং তার জন্যে অত্যাচারী থেকে প্রতিশোধ নেওয়া ও তার হক কে তাকে ফিরত দেওয়া ? আল্লাহ্র ফেরেশতা ফজরের সমায় পর্যন্ত এই আহবানটি দিতে থাকেন [1]।
[1] - « إِنَّ اللَّهَ تَعَالَى لَيَأْمُرُ مَلَكاً فَيُنَادِي كُلَّ لَيْلَةِ جُمُعَةٍ مِنْ فَوْقِ عَرْشِهِ مِنْ أَوَّلِ اللَّيْلِ إِلَى آخِرِهِ أَ لَا عَبْدٌ مُؤْمِنٌ يَدْعُونِي لآِخِرَتِهِ وَ دُنْيَاهُ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَأُجِيبَهُ أَ لَا عَبْدٌ مُؤْمِنٌ يَتُوبُ إِلَيَّ مِنْ ذُنُوبِهِ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَأَتُوبَ إِلَيْهِ أَ لَا عَبْدٌ مُؤْمِنٌ قَدْ قَتَّرْتُ عَلَيْهِ رِزْقَهُ فَيَسْأَلُنِي الزِّيَادَةَ فِي رِزْقِهِ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَأَزِيدَهُ وَ أَوَسِّعَ عَلَيْهِ أَ لَا عَبْدٌ مُؤْمِنٌ سَقِيمٌ فَيَسْأَلُنِي أَنْ أَشْفِيَهُ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَأُعَافِيَهُ أَ لَا عَبْدٌ مُؤْمِنٌ مَغْمُومٌ مَحْبُوسٌ يَسْأَلُنِي أَنْ أُطْلِقَهُ مِنْ حَبْسِهِ وَ أُفَرِّجَ عَنْهُ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَأُطْلِقَهُ وَ أُخَلِّيَ سَبِيلَهُ أَ لَا عَبْدٌ مُؤْمِنٌ مَظْلُومٌ يَسْأَلُنِي أَنْ آخُذَ لَهُ بِظُلَامَتِهِ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَأَنْتَصِرَ لَهُ وَ آخُذَ بِظُلَامَتِهِ قَالَ فَلَا يَزَالُ يُنَادِي حَتَّى يَطْلُعَ الْفَجْرُ »
বিহারুল আনোয়ারঃ ৮৬/ ২৮২ , ২য় অধ্যায় , হাদিস নং ২৭ ; মুস্তাদরেকুল ওয়াসায়েলঃ ৬/ ৭৩ , ৩৬ নং অধ্যায় , হাদিস নং ৬৪৬৯।