লেখকঃ আয়াতুল্লাহ আনসারিয়ান
অতঃপর বল্লেনঃ
« إِنَّا للّهِ وَ إِنّا إِلَیهِ رَاجِعُونَ ، و الحمد لله ربّ العالمین ».
আল্লাহ্র নিকট হতে এসেছি এবং তারই নিকটে ফিরে যাব , যাবতীয় প্রশংসা আল্লাহ্ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
হে আল্লাহ্ , আমি এই বড় মসিবতকে আপনার অর্পণ করছি যে তার মৃত্যু অনেক বড় মসিবত ছিল , হে আল্লাহ্ মালিকের প্রতি রহমত কর যে সে নিজের ওয়াদাকে পূরণ করেছে এবং নিজের চুক্তিকে আনজাম দিয়েছে এবং তার আল্লাহ্র দর্শনে চলেগেছে , যদিওবা আমরা নিজেরাই পাঠিয়েছি যে সমস্ত মসিবত মহানবী ( সা.) এর মসিবতের পরে ধর্য ধরি সত্যি মহানবী ( সা.) এর মসিবত অনেক বেশি ছিল [1]।
আরও একজন আমিরাল মোমেনীন আলী ( আ.) এর ওয়াফাদার সাথি এই গোত্র হতে , ( কোমাইল ইবনে যিয়াদ নাখয়ীর ) হচ্ছে[2] ।
[1] - لِلّہِ دَرُّ مَالِکٍ لَو کَانَ مِن جَبَلٍ لَکَانَ أَعظَمَ أَرکَانِہِ وَ لَو کَانَ مِن حَجَرٍ لَکَانَ صَلداً أَمَا وَاللہِ لَیَھُدَّنَّ مُوتُکَ عَالَماً فَعَلَی مِثلِکَ فَلتَبکِ البَوَاکَی ثُمَّ قَالَ إِنَّا للہِ وَ إِنَّا إِلَیہِ رَاجِعُونَ وَ الحَمدُ للہِ رَبِّ العَالَمِینَ إِنِّی أَحتَسِبُہُ عِندَکَ فَاِنَّ مَوتَہُ مِن مَصَائِبِ الدَّھرِ فَرَحَمَ أللہُ مَالِکاً فَقَد وَفَی بِعَھدِہِ وَ قَضَی نَحبَہُ وَلَقِیَ رَبَّہُ مَعَ أَنّا قَد وَطَّنَّا أَنفُسَنَا أَن نَصبِرَ عَلَی کُلِّ مُصِیبَۃٍ بَعدَ مُصَابِنَا بِرَسُولِ اللہِ ﷺ فَاِنَّھَا أَعظَمُ المُصِیبَۃِ.
আমালীয়ে ( মুফিদ ) ৮৪ , ৯ম মজলিস ।
[2] - মোয়জাম কাবায়িলুল আরাবঃ ৩/ ১১৭৬।