ইয়াজদ প্রদেশের প্রধান জুমআর খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ রেজা নাসের নাসেরী ২৮শে সফর হযরত মুহাম্মাদের (সা.) ওফাত বার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: পবিত্র মাসুমগণের (আ.) মহিমান্বিত জন্ম ও শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানাদি উদযাপনের সময়, তাদের জীবনাদর্শ হতে বাস্তব শিক্ষা গ্রহণ করে তা আমাদের ব্যবহারিক জীবনে বাস্তবায়ন করা অতীব জরুরী।
তিনি মহানবীর (সা.) জীবনাদর্শের কথা উল্লেখ করে বলেন: মহানবী (সা.) এমনই এক সময় ও এক সমাজে জন্ম লাভ করেছেন, সে সমাজকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হত। তখন মানবতা ও নৈতিকতার মৃত্যু ঘটেছিল। কিন্তু তিনি এমন এক সমাজে থেকে এমন এক মহিমান্বিত জীবনাদর্শ গড়ে তুলেন; যা মানবেতিহাসে ছিল নজিরবিহীন ও অতুলনীয়। তার এ জীবনাদর্শ মানব জাতির জন্য চিরন্তন ও সর্বোত্তম জীবনাদর্শ হিসেবে সর্বজন বিদিত হয়েছে। কাজেই আমরা যারা এ মহামানবের অনুসারী হিসেবে দাবি করি, তাদের ঈমানী দায়িত্ব হচ্ছে নিজেদের বাস্তব জীবনে তাকে অনুসরণ করে চলা।
source : http://shabestan.net