আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে এমন স্বচ্ছ চুক্তি হতে হবে যা দেশের স্বার্থ রক্ষা করবে।
তিনি বলেছেন, ইরানের সবাই একটি ভালো চুক্তি চান যা হবে স্বচ্ছ ও সম্মানজনক এবং ইরানের স্বার্থের অনুকূলে। এ বিষয়ে ইরানের রেড লাইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। গতকাল (মঙ্গলবার) রাজধানী তেহরানে সরকারের তিন শাখার প্রধানদের দেয়া সাক্ষাতে এসব কথা বলেছেন সর্বোচ্চ নেতা।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, এক জরিপে দেখা গেছে- চুক্তির পর ইরানের পরমাণু শিল্পকে কৌতুকের বিষয়ে পরিণত করতে চায় মার্কিনিরা। এছাড়া, তারা ইরানের পরমাণু পরিচয়কে মুছে দেয়ারও পরিকলপনা নিয়েছে।
সর্বোচ্চ নেতা বলেন, মার্কিনিরা চাপ সৃষ্টি ও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জনগণকে পরমাণু কর্মসূচির বিরাট সুবিধা থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে। কিন্তু ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার শুরু থেকে ইরান খুবই যৌক্তিক দাবি জানিয়ে আসছে। পাশাপাশি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর যেসব নিষ্ঠুর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছ তা প্রত্যাহারের কথা বলেছে।
ইরানের পরমাণু আলোচক দলের বিশ্বস্ততা ও সাহসিকতার জন্য আয়াতুল্লাহ খামেনেয়ী প্রশংসা করে বলেন, এ সমস্যা সমাধানের জন্য তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন।#
source : abna