আবনা : ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী আন্দোলন আনসারুল্লাহ’র রাজনৈতিক পরিষদের সদস্য অভিযোগ করেছেন, সৌদি আরব সেদেশে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আব্দুল মালেক আল আজারি ইরানের একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ইয়েমেনকে দুর্বল করা এবং সেদেশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই সৌদি আরবের প্রধান উদ্দেশ্য।
আনসারুল্লাহর এ নেতা আরো বলেছেন, সৌদি আরব চায় না ইয়েমেনে কোনো স্বাধীন সরকার প্রতিষ্ঠা হোক। এ কারণেই সেদেশে বিপ্লবী সরকার ক্ষমতায় আসার পরপরই সৌদি আরব সামরিক হামলা শুরু করেছে।
আনসারুল্লাহর এ নেতা আরো বলেছেন, রিয়াদের ভয় হচ্ছে ইয়েমেনে একটি স্বাধীন ও বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হলে সেখানে সৌদি প্রভাব কমে যাবে আর এ কারণেই তারা আনসারুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি অভিযোগ করেন ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে আমেরিকা সৌদি আরবকে সমর্থন দিচ্ছে।
আব্দুল মালেক আল আজারি বলেছেন, ইয়েমেনের জনগণের সামনে এখন একটাই পথ খোলা রয়েছে আর তা হচ্ছে চাপিয়ে দেয়া যুদ্ধ মোকাবেলা করা এবং এ যুদ্ধে ইয়েমেনের জনগণ ঐক্যবদ্ধ। তিনি বলেন, ইয়েমেনে আইএসআইএল সন্ত্রাসীরা কার্যত ব্যর্থ হয়েছে। #
source : abna