আবনা ডেস্ক : ইয়েমেনের সীমান্তে আরো এক সেনা নিহতের কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের হার্থ জেলায় ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের এক সীমান্তরক্ষী মারা গেছে। জেলার একটি সীমান্ত ফাঁড়িতে ইয়েমেনি সেনাদের গোলাগুলিতে ওই সেনা নিহত হয়। তবে নিহত সেনার পরিচয় কিংবা সংঘর্ষে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগের খবরে বলা হয়েছে, ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের কয়েকটি ঘাঁটিতে রকেট হামলা চালায় এবং তাতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। ওই খবরে বলা হয়, ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশে একটি ঘাঁটি দখল করে নেয় এবং তাদের রকেট হামলায় কয়েকটি সামরিক যান ধ্বংস হয়েছে।
এদিকে, ইয়েমেনের মা’রিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর ওপর অন্য এক হামলায় বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে আনসারুল্লাহ। এর মধ্যে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সেনা রয়েছে। ইয়েমেনি যোদ্ধাদের এ অভিযানে অন্তত ২১টি সামরিক যানও ধ্বংস হয়।
অন্যদিকে, ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সাবওয়া প্রদেশে পাঁচ মার্কিন নাগরিক নিহত হয়েছে।#
source : abna