লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
রেওয়ায়াত ( হাসান বিন শায়াবা হুররানি ) তুহফুল উকুলের লেখক যিনি নিজের সনদকে ( সায়াদ বিন যাইদ বিন আরতাহ ) হতে এরশাদ করেনঃ কোমাইল বিন যিয়াদকে দেখলাম এবং আমিরাল মোমেনীন আলী ( আ.) ফযিলত সম্পর্কে তাকে প্রশ্ন করলাম , সে উত্তরে বল্লঃ কি তুমি একটা খবর শুনতে চাও যে ওয়াসিয়াত আমিরাল মোমেনীন আমাকে করেছেন এবং এই ওয়াসিয়াত তোমার জন্যে পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার চায়তে ভাল হবে ? উত্তরে বল্লঃ হ্যা , পরে বল্লেনঃ আমিরাল মোমেনীন ( আ.) আমাকে এইরূপ ওয়াসিয়াত করলেনঃ হে কোমাইল , প্রত্যেক দিন ( بسم الله الرحمن الرحیم ) বলবা , এবং অতঃপর ( لا حولا ولا قوة الا بالله ) কে পরবা ও আল্লাহর প্রতি ভরসা করবা , অতঃপর আয়েম্মাহ মাসুমীনদের নাম নিবা এবং তাদের উপর দুরুদ পাঠ করবা এবং আল্লাহ্র আশ্রয়ই নিবা অতঃপর আমাদের আশ্রয়ই নিবা , এবং নিজে ও তোমার সন্তান আর যা কিছু আছে , সব আল্লাহ্ এবং আমাদের উপর ছেরে দাও , যাতে সেই দিন হতে হেফাজতে থাকবা । হে কোমাইল , সত্যই , পয়গাম্বারকে মহান আল্লাহ্ আদব শিখিয়েছে এবং পয়গাম্বার আমাকে আদব শিখিয়েছেন এবং আমি মোমেনীন্দের কে আদব শিখাব। এবং আদবকে আমি তাদের জন্যে ইরস ছেরেছি কিন্তু এই যে ইমামে যামানা তা শেষ করবেন। হে কোমাইল , পয়গাম্বারগন ও আয়েম্মাহ মাসুমিন একই বংশ এবং পবিত্র শজরাহ থেকে আছি যে তাদের কিছু অংশ অন্য সাথে আছে , আর মহান আল্লাহ্ শ্রবণকারী ও সর্বজ্ঞ । হে কোমাইল , জ্ঞানকে আমাদের ব্যতীত অর্জন কর না , যাতে করে আমাদের মধ্যে গণনা হও ।