বাঙ্গালী
Sunday 5th of January 2025
0
نفر 0

আমিরাল মোমেনীন আলী ( আ.) এর ওয়াসিয়াত কোমাইলের জন্যে ৪র্থ পর্ব

আমিরাল মোমেনীন আলী ( আ.) এর ওয়াসিয়াত কোমাইলের জন্যে ৪র্থ পর্ব

বইঃ দোয়া-ই- কোমাইলের ব্যাখ্যা

 

লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান

হে কোমাইল , প্রতেক শ্রেণীর , গোত্র আছে যে কিছু ( চিন্তার দিক দিয়ে ) অন্যর চায়তে উত্তম ; অতঃপর নিম্নমানের মানুষের সাথে তর্ক করা থেকে দূরে থাক । যদি তোমার কথা মানে তাহলে সহ্য কর এবং তাদের হতে হও যা মহান আল্লাহ্‌ তাকে ব্যাখ্যা দিয়ে বলেনঃ যখনি অজ্ঞর সামনাসামনি হবা আরামের সাথে তাদের সাথে কথা বলবা । ( অর্থাৎ তাদের গালিগালাজকে সহ্য কর )

হে কোমাইল , প্রতেক অবস্থায় হক বলবা এবং পরহেজগারদের সহায়তা কর , পাপচারীদের থেকে দূরে থাক ও মুনাফেকিন হতে বেচে থাক এবং খিয়ানতকারীদের সাথে উঠা বসা করনা ।

হে কোমাইল , অত্যাচারীদের দুয়ারে দস্তক দিওনা , এই জন্যে যে তাদের সাথে যাওয়া আশা রাখ এবং তাদের সাথে ব্যাবসা বাণিজ্য অথবা ভরসা করা ও এবং তাদের ইতায়াত ও সন্মান করা থেকে বেচে থাক অথবা ঐ অনুষ্ঠানে উপস্থিত হওয়া যেটাতে আল্লাহ্‌ তোমার প্রতি রাগনিত্ব হন , আর যদি তাদের অনুষ্ঠানে যেতে মাজবুর হও তাহলে সর্বদা আল্লাহ্‌র জিকির পাঠ কর এবং তার প্রতি তাওয়াকুল কর এবং তাদের শার হতে আল্লাহ্‌র আশ্রয় নাও এবং তাদের সৌন্দর্যর প্রতি যেওনা এবং অন্তরে তাদের কাজের অস্বীকার কর এবং তাদের সামনে আল্লাহ্‌র সন্মান কর আল্লাহর মহাত্বকে তাদের সামনে তুলে ধর ; কেননা তুমি এর মাধ্যমে তাইয়িদ হবা এবং তাদের শার হতে ইমান্দার থেকে যাবা ।

0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ভুলে যাওয়া ইতিহাস : ঘটনা প্রবাহ ...
গীবত
মোবাহেলা, মহানবী (স.) এর আহলে বাইত ...
রাসূলুল্লাহ্ (ছ্বাঃ)-এর ...
ইহুদী রাষ্ট্র ইসরাঈলের জন্ম ...
জাপানী ভাষায় অনুদিত হল পবিত্র ...
খলিফা ওমর বিন -আব্দুল আজী
মুসলিম বিশ্ব
আমিরাল মোমেনীন আলী ( আ.) এর ...
হযরত যয়নব (রা.) বিনতে রাসূলুল্লাহ্ ...

 
user comment