বইঃ দোয়া-ই- কোমাইলের ব্যাখ্যা লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
হে কুমাইল! তোমার দ্বীনি ভাইকে গোপন কথা বলতে দ্বিধা করনা। কিন্তু কোন ভাই কে? যে ভ্রাতা কঠিন বিপদের সময় তোমার সঙ্গে থাকবে। আর্থিক সংকটের সময় তোমাকে সাহায্য করবে এবং পিছপা হবে না। যদি তুমি তার নিকট কিছু চাও তাহলে সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না এবং যতক্ষণ পর্যন্ত তোমার সমস্যা সমাধান না হয় তোমাকে একাকী যাবে রেখে না। আর যদি কোন সমস্যা থাকে তাহলে সে সমস্যার সমাধান করবে।
হে কুমাইল! একজন মুমিন ভাই অপর মুমিন ভাইয়ের আয়না স্বরূপ, অর্থাৎ তার ত্রুটিগুলো ধরিয়ে দেয় এবং তার খোজ খবর রাখে। তার দরিদ্রতা এবং অসুস্থতায় তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
হে কুমাইল! মুমিন ব্যক্তি একে অপরের ভাই এবং কোন সম্পর্কই ভ্রাতৃত্বের সম্পর্ক থেকে বড় নয়।
হে কুমাইল! তুমি যদি তোমার ভাইকে ভাল না বাস, তাহলে তুমি তার ভাই নও। সেই ব্যক্তি মুমিন যে আমাদের (মাসুমিনদের) অনুসরণ করবে এবং আমাদের কথা বলবে। অতএব যদি কেউ আমাদের কথা অমান্য করে তাহলে সে আমাদের থেকে পৃথক হয়ে যাবে। আর যে আমাদের থেকে পৃথক হবে, তার সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকবে না এবং তাদের স্থান জাহান্নামের নিম্নস্থরে।